মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

যে কারণে বাংলাদেশে ফিরছেন পল স্মলি

ক্রীড়া প্রতিবেদক

যে কারণে বাংলাদেশে ফিরছেন পল স্মলি

বয়সভিত্তিক ফুটবলে গত কয়েক বছরে দারুণ সাফল্য নিয়ে এসেছে বাংলাদেশের মেয়েরা। ফুটবলে মেয়েদের এই উত্থানের পিছনে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। গত অক্টোবরে তিনি বাংলাদেশ থেকে বিদায় নেন। অবশ্য যাওয়ার আগেই ফেরার ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন। পল স্মলির ফেরার পথ এখন অনেকটাই পরিষ্কার। রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেয়, পল স্মলিকে ফেরানো হোক। তাদের সিদ্ধান্ত বাফুফের নির্বাহী কমিটি অনুমোদন করলেই তা বাস্তবায়ন করা হবে। মূলত ফিফার আওতাধীন থাকার জন্যই টেকনিক্যাল ডিরেক্টরের পদটা গুরুত্বপূর্ণ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ফান্ড পেতে এবং বিভিন্ন প্রস্তাবনা ডেভেলপ করতেও এই পদের গুরুত্ব অনেক। সবকিছু বিবেচনায় রেখেই পল স্মলিকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর