মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

রেকর্ড গড়ে হেরিটেজ ওপেন জিতলেন সিম্পসন

ক্রীড়া ডেস্ক

রেকর্ড গড়ে হেরিটেজ ওপেন জিতলেন সিম্পসন

শেষ রাউন্ডে লড়াইটা বেশ জমে উঠেছিল। তৃতীয় রাউন্ড শেষে হেরিটেজ ওপেনের লিডারবোর্ডে শীর্ষে ছিলেন চারজন। সবার মধ্যেই চলছিল মনস্তাত্ত্বিক এক যুদ্ধ। কে জিতবেন করোনাভাইরাস মহামারীর মধ্যে চলা মেজরের শিরোপা?শেষ পর্যন্ত কাউকে সুযোগ না করে দিয়ে নিজের সপ্তম পিজিএ শিরোপা জিতলেন ওয়েব সিম্পসন। চতুর্থ রাউন্ডে কোনো বগি করেননি। খেলেছেন ৭ আন্ডার পার। সব মিলে ২২ আন্ডার পার খেলেছেন। হেরেটেজ ওপেনের ইতিহাসে এটি একটি রেকর্ড। ২১ আন্ডার পার খেলে রানারআপ হয়েছেন মেক্সিকোর আব্রাহাম আনসার। তৃতীয় রাউন্ডে চমক দেখানে ইংলিশ গলফার ২০ আন্ডার পার খেলে তৃতীয় হয়েছেন। শিরোপা জয়ের পর আবেগাল্পুত হয়ে পড়েন শিরোপা জয়ী সিম্পসন। তিনি বলেন, ‘আমার কতটা ভালো লাগছে তা বুঝাতে পারব না। এই মুহূর্তে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি।’

সর্বশেষ খবর