বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা
জকোভিচ কভিড-১৯ পজিটিভ

বাস্কেটবল খেলে আক্রান্ত চার টেনিস তারকা

ক্রীড়া ডেস্ক

বাস্কেটবল খেলে আক্রান্ত চার টেনিস তারকা

টেনিসে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ কোনো উপসর্গ না থাকলেও করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন। গতকাল তার মুখপত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ক্রোয়েশিয়ার জাডারে এক বাস্কেটবল প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়া চার  টেনিস তারকা করোনাভাইরাসে আক্রান্ত হলেন।  জকোভিচের আগেই কভিড-১৯ পজিটিভ হয়েছেন ওই প্রদর্শনীর ম্যাচে খেলা বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ, ক্রোয়েশিয়ার বোর্না করিচ এবং সার্বিয়ার ভিক্টর ট্রয়কি। এ ঘটনায় ৩৩ বছর বয়সী সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ দুঃখ প্রকাশ করে বলেন, ‘যারাই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সবার জন্য আমি সত্যিই খুব দুঃখিত।’ পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এটা কারও স্বাস্থ্যের কোনো ক্ষতি করতে পারবে না এবং সবাই দ্রুতই সুস্থ হয়ে যাবে।’ রবিবার গ্রিগর দিমিত্রভ নিজেকে করোনা পজিটিভ ঘোষণা করেন। একদিন পর সোমবার পজিটিভ হন করিচ ও ট্রয়কি। এবার জকোভিচও আক্রান্ত হলেন। বেলগ্রেডে জকোভিচের আয়োজিত এ ম্যাচে অন্তত ৪ হাজার দর্শক উপস্থিত হয়েছিল। এভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় টেনিস আগস্টে কোর্টে ফিরতে পারবে কি না তা নিয়ে সংশয় শুরু হয়ে গেছে।

সর্বশেষ খবর