বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

টি-২০ সম্রাট বললেন টেস্টই সেরা

ক্রীড়া ডেস্ক

টি-২০ সম্রাট বললেন টেস্টই সেরা

ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলকে বলা হয় টি-২০ সম্রাট। বিশ্বের বড় বড় সব টি-২০ টুর্নামেন্টেই খেলেন তিনি। এজন্য ক্যারিবীয় ঝড়কে টি-২০র ফেরিওয়ালাও বলা হয়। সেই ক্রিস গেইলই বললেন, টেস্ট ক্রিকেট হচ্ছে সেরা। টেস্ট ক্রিকেটের সঙ্গে আর কিছুর তুলনা করতে চান না তিনি। গেইল বলেন, ‘টেস্ট ক্রিকেটই সেরা। এটাই চূড়ান্ত। আপনি কীভাবে জীবনযাপন করবেন তা টেস্ট ক্রিকেট খেলে বুঝতে পারার সুযোগ পাওয়া যায়। কারণ পাঁচ দিন টেস্ট খেলাটা খুবই কঠিন এক কাজ। এখানে আপনাকে অনেক পরীক্ষা দিতে হয়। এখানে আপনাকে নিশ্চিত করতে সব কাজ নিয়ম মেনে করার। বিরুদ্ধ পরিবেশে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটির শিক্ষাও আপনাকে দেবে এটি।’

 টি-২০র বড় বিজ্ঞাপন হলেও এক সময় টেস্টে দুর্দান্ত দাপট দেখিয়েছেন গেইল। ১০৩ টেস্টে তিনি ৭ হাজার ২১৫ রান করেছেন। দীর্ঘ পরিসরের ক্রিকেটে তার ৩৩৩ রানের একটি ইনিংসও আছে। সেঞ্চুরি রয়েছে ১৫টি।

তরুণদের উদ্দেশ্যে গেইল বলেন, ‘তরুণরা, নিজেদের স্কিল বাড়াতে খেলতে হবে টেস্ট ম্যাচ। বাড়বে মানসিক দৃঢ়তাও। তোমাকে শুধু উজাড় করে দিয়ে খেলতে হবে, যা করছ তা উপভোগ করতে হবে। খেলার বাইরের অনেক কিছু দেখার চোখও  তোমাকে খুলে  দেবে টেস্ট ক্রিকেট।’

সর্বশেষ খবর