বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

ঘাম ঝরানো জয়ে ফের শীর্ষে বার্সা

ক্রীড়া ডেস্ক

ঘাম ঝরানো জয়ে ফের শীর্ষে বার্সা

করোনাভাইরাসে খেলা বন্ধ ছিল ৯৩ দিন। তিন মাসের উপর খেলা বন্ধ থাকলেও এর প্রভাব পড়েনি লিওনেল মেসির উপর। বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার দুর্দান্ত ফুটবল খেলছেন। গোল করছেন। গোল করাচ্ছেন। এই ধারাবাহিকতায় পরশু রাতে গোল করলেই ব্যক্তিগত একটি মাইলফলক গড়তেন। নাম লিখতেন ৭০০ গোলের বিরল ক্লাবে। কিন্তু পারেননি ‘এলএম-১০’। ব্যর্থ হয়েছেন বলে নিজের ৩৩তম জন্মদিনটিও মধুর হল না। গতকাল ছিল বিশ্বসেরা ফুটবলারের ৩৩তম জন্মদিন। উদযাপন করার সুবর্ণ সুযোগ ছিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। কিন্তু গোল পাননি। মেসি গোল না পেলেও জয় বঞ্চিত হয়নি বার্সেলোনা। বদলি নামা ইভান রাকিতিচের একমাত্র গোলে জয় তুলে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এই জয়ে কিকে সেতিয়েনের দলের পয়েন্ট ৩১ ম্যাচে ২১ জয়ে ৬৮। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫। চলতি মৌসুমে বিলবাওয়ের বিপক্ষে দুবার হারের তিক্ত স্বাদ ছিল কাতালানদের। লা লিগায় বিলবাওয়ের বিপক্ষে ২০১৮ সালের পর এই প্রথম জিতল বার্সা।

আগের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে একবার গোল দিতে পারেননি মেসিরা। পরশু রাতে সেই ভয় নিয়ে খেলতে নামে সেতিয়েনের শিষ্যরা। ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণে যায় বিলবাও। ৩ মিনিটে উনাই লোপেসের ক্রস ঝাঁপিয়ে রক্ষা করেন বার্সার গোলকিপার মার্ক-অ্যান্ড্রে টের স্টেগান। পরের মিনিট সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি বার্সার উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ফিরতি বলে শট নেন সার্জিও বুসকেতস। কিন্তু এবার গোল পায়নি কাতালানরা। ঘরের মাঠে অবশ্য প্রথমার্ধের পুরোটা সময় বলের নিয়ন্ত্রণ ছিল বার্সার। কিন্তু বিলবাওয়ের রক্ষণভাগের দৃঢ়তার জন্য গোল আদায় করতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন মেসিরা। গোলের জন্য অলআউট ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। কিন্তু পরম আরাধ্য গোলের দেখা পাচ্ছিল না। ৫৪ মিনিটে সুযোগ তৈরি করেন মেসি। কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন প্রান্সের আতোয়ান গ্রিজম্যান সুযোগকে কাজে লাগাতে পারেননি। এরপর কোচ সেতিয়েন ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামান রাকিতিচকে। ৭১ মিনিটে দলকে উৎসবে ভাসান ক্রোট স্ট্রাইকার। বার্সার পক্ষে গত এক বছরে এই প্রথম গোল করলেন রাকিতিচ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনা গোল করেছেন ৩৪৬ মিনিট বা পৌনে ৬ ঘণ্টার পর।

সর্বশেষ খবর