শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা আক্রান্ত পাকিস্তানের ১০ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

করোনা আক্রান্ত পাকিস্তানের ১০ ক্রিকেটার

পরীক্ষার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে মোহাম্মদ হাফিজের করোনাভাইরাস পজিটিভ। এক দিন পর লাহোরে ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষার পর ৩৯ বছর বয়স্ক সাবেক অধিনায়ক হাফিজ জানিয়েছেন, তার করোনাভাইরাস হয়নি। এতেই পরিষ্কার একেবারে বিপরীতমুখী অবস্থানে ক্রিকেটার ও পিসিবি! তিন টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে পাকিস্তান ২৮ জুন ইংল্যান্ড যাবে। নেগেটিভ ক্রিকেটাররা ম্যানচেস্টার যাবেন। জুলাইয়ের শেষ সপ্তাহে টেস্ট সিরিজ খেলবে। বর্তমানে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বচ্যাম্পিয়নদের দেশে যাওয়ার আগে পিসিবি তার ২৯ সদস্যের স্কোয়াডের ক্রিকেটারদের কভিড-১৯ পরীক্ষা করেছে। এতে প্রথম দিনই তিন ক্রিকেটার পজিটিভ হয়েছে। এরপর আরও সাতজন পজিটিভ। সেই সাতজনের একজন হাফিজ। প্রথম দিন পরীক্ষায় পজিটিভ হয়েছেন শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলী। এরপর নতুন করে আক্রান্ত সাত ক্রিকেটার ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ। এ ছাড়া ম্যাসিয়ার মালাঙ্গ আলীও পজিটিভ। আক্রান্ত ক্রিকেটারদের অনেকেরই শরীরে উপসর্গ নেই। আক্রান্ত ক্রিকেটাররা বাড়িতে ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকবেন। তবে পরীক্ষা করা হয়নি বোলিং কোচ ওয়াকার ইউনুস, অলরাউন্ডার সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও ফিজিও ক্লিফ ডেকনকে। ইংল্যান্ডে পৌঁছার পর ফের পরীক্ষা করা হবে ক্রিকেটারদের।

ম্যানচেস্টারে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও পেসার তৌফিক উমর। দুজনই সুস্থ আছেন। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দেশটির দুই সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ ও রিয়াজ শেখ।

সর্বশেষ খবর