শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

এখন শুধু উৎসবটাই বাকি

ক্রীড়া ডেস্ক

এখন শুধু উৎসবটাই বাকি

রাতেই হয়তো শিরোপা উৎসবে মেতে উঠতে পারে লিভারপুল। রংধনুর সাত রংয়ে মাখামাখি করে উৎসব-উচ্ছ্বাসে মেতে উঠতে পারেন জার্গেন ক্লপ, মোহাম্মদ সালাহরা। আনন্দে মাতোয়ারা হতে পারেন অল রেড সমর্থকরা। কিন্তু কিভাবে? গত রাতে স্ট্যামফোর্ড ব্রিজে যদি পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটিকে হারের তিক্ত স্বাদ কিংবা আটকে দেয় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ‘অল ব্লুজ’ চেলসি। তাহলেই ৩০ বছর পর স্বপ্নের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উৎসবে মেতে উঠবে লিভারপুল। ম্যান সিটি যদি জিতেই যায়, তাহলেও কোনো সমস্যা নেই ক্লপের দলের। পরের ম্যাচে ২ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন। ড্র করলে হবে না। জিততে হবে। যদি ড্র করে, তাহলে অপেক্ষায় থাকতে হবে পরের ম্যাচের জন্য। এমন জটিল অথচ পরিষ্কার সমীকরণের একটাই কারণ, পরশু রাতে অ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এই জয়ে লিভারপুলের পয়েন্ট ৩১ ম্যাচে ৮৬। দুইয়ে থাকা ম্যান সিটি পয়েন্ট ৩০ ম্যাচে ৬৩। পরের ম্যাচে ম্যান সিটির বিপক্ষে কঠিন ম্যাচ লিভারপুল জিতলে পয়েন্ট হবে ৮৯। বিপরীতে সিটি যদি লিগে তাদের বাকি ৮টি ম্যাচ সরাসরি জিতেও যায়, তাহলেও লিভারপুলের শিরোপা উৎসবে কোনো বাধা হবে না। কারণ, তখন ম্যান সিটির পয়েন্ট হবে ৮৭। পরশু রাতে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। দলটির পক্ষে ৭ বছর পর হ্যাটট্রিক করেন অ্যান্থনি মার্শিয়াল। ২০১৩ সালে ম্যান ইউ’র পক্ষে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ‘ফ্লাইং ডাচম্যান’ রবিন ফন পার্সি। এই জয়ে ম্যান ইউ’র পয়েন্ট ৩১ ম্যাচে ৪৯।

করোনাভাইরাসের জন্য ১০৩ দিন বন্ধ ছিল প্রিমিয়ার লিগ। নাহলে বহু আগেই ৩০ বছর পর স্বপ্নের শিরোপা উৎসবে মেতে উঠত লিভারপুল। কিন্তু প্রকৃতি বাঁধা হয়ে দাঁড়ায় সেটা পিছিয়ে পড়ে। করোনার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করায় এক সময় মনে হচ্ছিল, প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ হয়তো অধরাই রয়ে যাবে লিভারপুলের। কিন্তু ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিশেয়ন লিগ শুরু করায় এখন মাঠে থেকেই উৎসব করবে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাবটি। পরশু রাতে ঘরের মাঠে লিভারপুল এগিয়ে যায় ২৩ মিনিটে আলেকজান্ডার আর্নল্ডের গোলে। ৪৪ মিনিটে ব্যবধান ২-০ করেন দলের সেরা স্ট্রাইকার মিসরের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। চলতি লিগে সালাহ’র এটা ১৭ নম্বর গোল। ১৯ গোল করে সবার উপরে লিস্টার সিটির জেমস ভার্দি। প্রথমার্ধ শেষ হয় এই দুই গোলে। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে স্বাগতিকরা। ৫৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানো। ৬৯ মিনিটে ক্রিস্টাল প্যালেসে কফিনে শেষ পেরেকটি ঠুঁকে ব্যবধান ৪-০ করেন সাদিও মানে। ক্রিস্টালকে হারানোর পর লিভারপুলের সেরা স্ট্রাইকার সালাহ বলেন এখনই সেরা সময় লিভারপুলের শিরোপা উৎসবের, ‘২ পয়েন্ট পেলেই শিরোপা জয়! অসম্ভব ভালো লাগছে। যখন আমি ক্লাবটিতে যোগ দেই, তখনই বলেছিলাম চ্যাম্পিয়ন হতে চাই। গত মৌসুমে আমাদের সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু  ব্যর্থ হয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর