শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

আগস্টে আসছেন বসুন্ধরার বার্কোস

ক্রীড়া প্রতিবেদক

আগস্টে আসছেন বসুন্ধরার বার্কোস

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন বার্কোস। এএফসি কাপে খেলার জন্য বসুন্ধরা কিংস বড় মাপের ফুটবলারই উড়িয়ে আনে। তবু দর্শকদের সংশয় ছিল ঢাকায় অচেনা মাঠে বার্কোস আর কতটা সুবিধা করতে পারবেন। কেননা এমন উদাহরণ একেবারে কম নয় যে বড়মাপের বিদেশি এসেও ঢাকায় সুবিধা করতে পারেননি। অন্যরা না পারুক যিনি মেসির সতীর্থ তার সঙ্গে কি তুলনা চলে? ঢাকায় অভিষেক ম্যাচেই তা প্রমাণ করে ছাড়লেন বার্কোস। এএফসি কাপে ই গ্রুপে প্রথম ম্যাচেই কিংসকে দেখা গেল কিং রূপেই। ৫-১ গোলে উড়িয়ে দিল মালদ্বীপের শক্তিশালী টিসি স্পোর্টসকে। এর মধ্যে হ্যাটট্রিকসহ বার্কোসই করলেন ৪ গোল। যা দর্শকদের মুগ্ধ করে ছাড়ে। ঢাকার মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো দলের বিদেশি ফুটবলারের এটি ছিল প্রথম হ্যাটট্রিক। শুধু এএফসি কাপ নয়। পেশাদার লিগের দ্বিতীয় পর্বে বসুন্ধরার হয়ে খেলার কথা ছিল বার্কোসের। তা আর হয়নি। করোনাভাইরাসে এএফসি কাপ স্থগিত। তাতেই পেশাদার লিগ বাতিল হয়ে যায়। তবে হতাশার কিছু নেই সামনেই দেখা মিলবে বার্কোসের। এএফসি কাপের দ্বিতীয় লেগ শুরু হবে অক্টোবর থেকে। গ্রুপে অন্য দুটি দল হচ্ছে ভারতের চেন্নাই সিটি ও মালদ্বীপের মার্জিয়া ক্লাব। প্রথম ম্যাচের নৈপুণ্য আশা জাগিয়েছে কিংসের। তারা যে হট ফেভারিট প্রমাণ করেছে। ড্যানিয়েল কলিনড্রেস বিদায় নিয়েছেন। থাকছেন না বখতিয়ারও। পুরনো কেউ না থাকলেও বসুন্ধরা নতুন বিদেশির সন্ধানে নেমেছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানান, ‘কাকে পাচ্ছি তা এখনো চূড়ান্ত হয়নি। বার্কোস তো আছেই সেই সঙ্গে অন্য বিদেশিও হবে মানসম্পন্ন। লোকালরাও কেউ কারোর চেয়ে কম নয়। সামনেই অনুশীলন শুরু হয়ে যাবে। আগস্টেই ঢাকায় উড়ে আসবেন বার্কোস। সমস্যা হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ ও এএফসি কাপ অনেকটা একই সময় অনুষ্ঠিত হবে। ইমরুল জানান আশা করি তা সমন্বয় করা যাবে।’

সর্বশেষ খবর