শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

আবারও শীর্ষে রিয়াল

ক্রীড়া ডেস্ক

আবারও শীর্ষে রিয়াল

লা লিগায় মিউজিক্যাল চেয়ার খেলায় মেতে উঠছে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আজ বার্সেলোনা উঠছে তো, কাল রিয়াল। করোনাভাইরাস পরবর্তীকালে লা লিগার শিরোপা যুদ্ধ পুরোপুরি জমে উঠেছে। পরশু রাতে রিয়াল মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের দল। রিয়াল জিতলেও পরশু রাতে সব আলো কেড়ে নেন মায়োর্কার ১৫ বছর বয়সী লুকা রোমেরো। লা লিগায় ১৫ বছর ২১৯ দিনে মেক্সিকান এই তরুণের অভিষেক হয়। যা লা লিগার ৮০ বছরের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেয়। আগের রেকর্ডটি ছিল সেল্টা ভিগোর সাবেক ডিফেন্ডার স্যানসনের। ১৯৩৯ সালে ১৫ বছর ২৫৫ দিন বয়সে লা লিগায় অভিষিক্ত হয়েছিলেন তিনি। পরশু রাতে রোমেরো বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ৮৩ মিনিটে। মায়োর্কার বিপক্ষে জয়ে রিয়ালের পয়েন্ট এখন ৩১ ম্যাচে ৬৮ এবং সমান ম্যাচে বার্সেলোনার ৬৮। কিন্তু গোল পার্থক্যে রিয়াল পয়েন্ট টেবিলের শীর্ষে।

কিংবদন্তী ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে রিয়াল আতিথেয়তা দেয় মায়োর্কাকে। পয়েন্ট ব্যবধানে পার্থক্য থাকলেও দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে জমিয়ে তোলে ম্যাচ। তবে ম্যাচে আক্রমণের মাত্রা বেশি ছিল জিদানের দল। ১৯ মিনিটে প্রথম গোল করেন রিয়াল। দলকে এগিয়ে নেন দলটির তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস। লুকা মদ্রিচের পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আলতো টোকায় দলকে এগিয়ে নেন ১-০। ২৪ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করার সুযোগটি নষ্ট করেন ভিনিসিয়াস।  প্রথমার্ধ শেষ হয় এক গোলেই। ৫১ মিনিটে করিম বেনজামার শট নিখুঁত দক্ষতায় রক্ষা করেন মায়োর্কার গোলরক্ষক রেইনা। ৫৬ মিনিটে গোলসংখ্যা ২-০ করেন সার্জিও রামোস। দুর্দান্ত এক ফ্রি কিকে দলকে উৎসবে মাতান রামোস। যা লা লিগায় রিয়াল মাদ্রিদের ৫২৮ দিন পর ফ্রি কিকে গোল। লা লিগায় রামোসের এটা ৮ নম্বর গোল। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ গোল করে সবার ওপরে বেনজামা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর