শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

এমসিসির প্রথম মহিলা প্রেসিডেন্ট ক্লেয়ার কনোর

ক্রীড়া ডেস্ক

এমসিসির প্রথম মহিলা প্রেসিডেন্ট ক্লেয়ার কনোর

ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন ১৬টি, ওয়ানডে ৯৩ এবং টি-২০ ম্যাচ খেলেছেন ২টি। ক্লেয়ার কনোর; ইংল্যান্ডের সাবেক মহিলা ক্রিকেটার সোনালি অক্ষরে একটি রেকর্ড গড়েছেন। এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) ২৩৩ বছরের দীর্ঘ ইতিহাসে কনোরই প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি স্থলাভিষিক্ত হবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার। অবশ্য এমসিসির সদস্যদের অনুমোদন পেলেই কনোর প্রেসিডেন্টের দায়িত্ব নিবেন ১ অক্টোবর। তার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি জানিয়েছেন সাঙ্গাকারা। এমসিসির প্রেসিডেন্ট মনোনীত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত ৪৩ বছর বয়স্কা কনোর, ‘এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ায় খুবই সম্মানিত বোধ করছি। ক্রিকেট আমার জীবনকে সমৃদ্ধ করেছে। এখন করেছে সম্মানিত।’ কনোর ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন।

তার নেতৃত্বে অ্যাসেজ জিতেছে ইংল্যান্ড। এমসিসির প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডেও নারী বিভাগের প্রধান ছিলেন।  

সর্বশেষ খবর