শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা
তিন কাণ্ডারি

‘লিভারপুলের হয়ে শিরোপা জয়ের অনুভূতি অন্যরকম’

ক্রীড়া ডেস্ক

‘লিভারপুলের হয়ে শিরোপা জয়ের অনুভূতি অন্যরকম’

ইয়ুর্গেন ক্লপ

লিভারপুলের ৩০ বছর পর শিরোপা জয়ের নায়ক ইয়ুর্গেন ক্লপ। জার্মান বংশোদ্ভূত ক্লপের হাত ধরেই ১৯৮৯-৯০ মৌসুমের পর শিরোপা জিতেছে অল রেডরা। পরশু রাতে তিনি হোটেলে শিষ্যদের নিয়ে চেলসি-ম্যান সিটির খেলা দেখেন। সেখানে বসেই শিরোপা উৎসব করেন। ২০১৫ সালে ব্রেন্ডন রজার্সের হাত থেকে দায়িত্ব নেন ক্লাবের। গত মৌসুম থেকে সাফল্য পেতে থাকেন।

গত বছর তিনি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দেন ক্লাবকে। এবার উপহার দিলেন প্রিমিয়ার লিগের শিরোপা। শিরোপা জয়ের পর ক্লপ বলেন, ‘আমি অভিভূত। ভাবতেই পারিনি শিরোপা জয়ের অনুভূতি এ রকম।

এটা অবিশ্বাস্য। যা ভেবেছিলাম, তার চেয়ে বেশি কিছু। সত্যি বলতে এই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন হওয়া অবিশ্বাস্য।

এ শিরোপা কেনির (ডালগ্লিস) ও স্টিভির (স্টিভেন জেরার্ড) জন্য, এটা সবার জন্য।’

 

সর্বশেষ খবর