শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা
তিন কাণ্ডারি

‘ক্লপকে ছাড়া শিরোপা জেতা সম্ভব হতো না’

ক্রীড়া ডেস্ক

‘ক্লপকে ছাড়া শিরোপা জেতা সম্ভব হতো না’

জর্ডান হ্যান্ডারসন

৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতে নতুন করে রূপকথা লিখেছে লিভারপুল। অল রেডদের এ সাফল্যের স্রস্টা জার্গেন ক্লপ।

দলকে তিন দশকের বন্ধ্যত্ব ঘোচাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জর্ডান হেন্ডারসন। অধিনায়ক হিসেবে দারুণ নেতৃত্ব দিয়েছেন দলকে। তার নেতৃত্বেই ১৯৮৯-৯০ মৌসুমের পর শিরোপা জিতেছে লিভারপুল। দলের এ সাফল্যেও কৃতিত্ব দিয়েছেন কোচ ক্লপকে। জার্মান কোচের গুণগান গেয়ে হেন্ডারসন বলেন, ‘প্রথম যেদিন ক্লাবের দরজা দিয়ে ঢুকেছিলেন ক্লপ, সেদিন থেকেই সবকিছু বদলে যায়। আমরা তাকে অনুসরণ করেছি। বিশ্বাস রেখেছি তার ওপর। তার ফলও পেয়েছি। অসাধারণ এক পথচলা এটি। আমি বিশ্বাস করি, তাকে ছাড়া এ অর্জন সম্ভব হতো না।’ ক্লপের কোচিংয়েই গত বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল লিভারপুল।

 

সর্বশেষ খবর