শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা
তিন কাণ্ডারি

‘আমার ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি’

ক্রীড়া ডেস্ক

‘আমার ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি’

মোহাম্মদ সালাহ

মোহাম্মদ সালাহ। মিসরের তারকা ফুটবলার। ভক্তরা আদর করে মিসরের নতুন ফারাও বলে ডাকেন। শুধু জন্মভূমিতে নয়, ইংল্যান্ডেও সমান জনপ্রিয় এই ফুটবলার। ১২৮ বছরের পুরনো ইংলিশ ক্লাব লিভারপুলের ‘প্রাণভোমরা’ বলা হয় তাকে। ৩০ বছর পর লিভারপুর এবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। তার পুরোধা ছিলেন এই স্ট্রাইকার। তিনি এখন পর্যন্ত ক্লাবটির হয়ে গোল করেছেন ১৭টি। লিগে এখন পর্যন্ত তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ক্লাবটিতে যোগ দিয়েই ভক্তদের শিরোপা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গেল মৌসুমে পারেননি। এবার পেরেছেন।

তাই দারুণ উচ্ছ্বসিত। তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিতে ক্লাব সমর্থকদের প্রশংসাও করেছেন সালাহ, ‘লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়া আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। তবে সমর্থকদের ধন্যবাদ, তারা সবসময়ই আমাদের সাহস জুগিয়েছেন।’

 

সর্বশেষ খবর