শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

ম্যানইউর সমর্থক হলেও লিভারপুলের শিরোপায় খুশি

মামুনুল ইসলাম

ম্যানইউর সমর্থক হলেও লিভারপুলের শিরোপায় খুশি

ইংলিশ লিগে বরাবরই আমি ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার। বলতে পারেন অন্ধ সমর্থক। টিভিতে ওদের খেলা খুব কম মিস করেছি। অবশ্য শুধু ইংলিশ লিগ নয় ইউরোপিয়ান লিগের গুরুত্বপূর্ণ খেলাও দেখি। ম্যানইউর সমর্থক হলেও লিভারপুল চ্যাম্পিয়ন হওয়ায় আমি ভীষণ খুশি। ইংলিশ ফুটবলে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এই প্রথম তারা চ্যাম্পিয়ন। শেষবার লিগ জিতেছিল ১৯৮৯-৯০ মৌসুমে। ভাবতে পারেন লিভারপুলের মতো বিখ্যাত দল ৩০ বছর শিরোপা বঞ্চিত ছিল! এতে করে ইংলিশ প্রিমিয়ার লিগের জৌলুস কিছুটা হলেও কমে গিয়েছিল। তবে একটা ব্যাপার লক্ষণীয় ছিল দীর্ঘ সময়ে শিরোপা বঞ্চিত থাকলেও সমর্থকরা মুখ ফিরিয়ে নেননি। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়ে গেছেন। যা আমাদের দেশে ভাবাই যায় না।

পয়েন্ট ব্যবধানই বলে দেয় যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে অলরেডরা। গতবার সম্ভাবনা ছিল কিন্তু রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। উয়েফা চ্যাম্পিয়ন লিগে শিরোপা জেতায় তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। ইয়ুর্গেন ক্লপ একজন অসাধারণ কোচ। তিনি তার শিষ্যদের ভালোভাবে পরিচালনা করতে পেরেছেন। একটা দল চ্যাম্পিয়ন হলে প্রশ্ন ওঠে এখানে কার কার অবদান বেশি। আমি লিভারপুলের সবাইকে সমান দৃষ্টিতে দেখছি। যে যার পজিশনে জ্বলে উঠেছেন। পরিকল্পনা ও জেদ থাকলে সাফল্য যে আসে তা প্রমাণ রেখেছে অলরেডরা। আমার বিশ্বাস লিভারপুলের এ শিরোপা ইংলিশ লিগে নতুন প্রাণ সঞ্চার হবে। আসলে এ শিরোপা তাদের খুব জরুরি ছিল।

 লেখক : সাবেক অধিনায়ক, জাতীয় ফুটবল দল

 

সর্বশেষ খবর