শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

এখনো হতাশা কাটেনি টেলরের

ক্রীড়া ডেস্ক

এখনো হতাশা কাটেনি টেলরের

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল প্রায় এক বছর পার হয়ে গেছে। লর্ডসের সেই অবিশ্বাস্য লড়াইয়ের কথা অনেক ক্রিকেটপ্রেমী হয়তো ভুলেও গেছেন। তবে নিউজিল্যান্ডের ক্রিকেটার ও সমর্থকদের এ বেদনা ভোলার নয়। বেল স্টোকসের গায়ে লেগে ওভার থ্রোতে বোনাস ৪ কিংবা মূল ম্যাচের পর সুপার ওভার টাই এসব দুঃস্বপ্নই নিউজিল্যান্ডের জন্য। ফাইনালে ম্যাচ জেতে ইংল্যান্ড। সে ফল ঠিকভাবে মেনে নিতে পারছেন না টেলর। তার মতে ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারের কোনো প্রয়োজন নেই। ১০০ ওভার খেলা হয়, তাই এ ফরম্যাটে রান সমান হলে টাই থাকলে ক্ষতি কি? এক বছর পর ক্রিক ইন গিফের সঙ্গে সে ফাইনাল নিয়ে কথা বলেছেন টেলর। মূল ম্যাচ যখন টাই হয়, তখন টেলর আম্পায়ারদের দিকে এগিয়ে যাচ্ছিলেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। শেষ, জানতেন না এখনো সুপার ওভার বাকি। টেলর বলেন, ‘ফাইনালের সময় আমি আম্পায়ারদের কাছে যাচ্ছিলাম হাত মিলিয়ে বলতে দারুণ ম্যাচ হয়েছে। যুগ্ম চ্যাম্পিয়ন দুই দলই খুশি। আমি জানতাম না শিরোপা নির্ধারণের জন্য সুপার ওভার খেলতে হবে। এমন এক ম্যাচ হেরে এখনও হতাশায় ভুগছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর