সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

চেনা রূপে সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক

চেনা রূপে সুয়ারেজ

করোনাভাইরাস সারা পৃথিবীর জন্যই কঠিন পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু কেউ কেউ এই পরিস্থিতি থেকেও লাভবান হয়েছে। এদের মধ্যে একজন লুইস সুয়ারেজ। বার্সেলোনার এই তারকা ফুটবলার ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। মৌসুমে আর মাঠে নামতে পারবেন না বলে মত দিয়েছিলেন ডাক্তাররা। কিন্তু দীর্ঘদিন সময় পাওয়ায় সেরে উঠেছেন সুয়ারেজ। করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর লা লিগা পুনরায় শুরু হলে মাঠে ফিরেন সুয়ারেজ। কিন্তু তাকে যেন চেনাই যাচ্ছিল না। পুরনো সেই ধার কোথায় যেন হারিয়ে ফেলেন তিনি। কিন্তু কিছুটা সময় লাগলেও নিজেকে ফিরে পেয়েছেন সুয়ারেজ। গত শনিবার লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে দুটি গোল করেন তিনি। দুটি গোলেই এসিস্ট করেন মেসি। এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ১৭টি গোলে এসিস্ট করলেন মেসি। অবশ্য মেসি-সুয়ারেজ জুটির এমন দারুণ পারফরম্যান্সের পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা। সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। আর বার্সেলোনার এমন ফলাফলে রিয়াল মাদ্রিদের সামনে দারুণ সুযোগ এসেছে। গত রাতে জয় পেয়ে থাকলে রিয়াল মাদ্রিদ ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থানে উঠে এসেছে। লা লিগায় ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট সংগ্রহ করে গতকাল পর্যন্ত শীর্ষে ছিল বার্সেলোনা। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছিল রিয়াল মাদ্রিদ। এদিকে লা লিগার ম্যাচে গতকাল জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা ২-১ গোলে হারিয়েছে অ্যালাভেসকে। ৫৮

পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর