মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা
করোনামুক্ত ওয়েস্ট ইন্ডিজ কোচ সিমন্স

জার্সিতে বর্ণবাদের প্রতিবাদ

কয়েক দিন আগে ম্যানচেস্টার শহরেই ক্যারিবীয় কোচ ফিল সিমন্স হোটেলের বাইরে গিয়েছিলেন শ্বশুরের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। যদিও ইংল্যান্ডে এখন করোনার প্রকোপ নেই বললেই চলে। তারপরও সতর্কতার অংশ হিসেবে উইন্ডিজ কোচকে আইসোলেশনে রাখা হয়েছিল। তাকে দুই দফা টেস্টও করানো হয়েছে। তবে ক্যারিবীয়দের জন্য সুখবর হচ্ছে- দুইবার সিমন্সের টেস্টের ফল নেগেটিভ এসেছে

ক্রীড়া ডেস্ক

জার্সিতে বর্ণবাদের প্রতিবাদ

জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো লাগিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড শেতাঙ্গ পুলিশের হাতে মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদবিরোধী যে আন্দোলন শুরু হয় তারই অংশ হিসেবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড এই উদ্যোগ নিয়েছে।

ফুটবলে বর্ণবাদবিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে আগেই। প্রত্যেক লিগেই ফুটবলাররা গোলের পর হাঁটু গেড়ে সেলিব্রেশন করে প্রতিবাদ জানাচ্ছেন। করোনাভাইরাস মহামারীতে বন্ধ হওয়ার পর নতুন করে ক্রিকেট এখনো শুরু হয়নি। তবে ৮ জুলাই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটও ফিরতে যাচ্ছে। আর প্রথম ম্যাচ থেকেই প্রতিবাদ জানানোর ভাষা হিসেবে জার্সিতে ‘ব্ল্যাক

লাইভস ম্যাটার’ লোগো ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জন্য, ক্রিকেটের জন্য তথা পুরো ক্রীড়াঙ্গনের জন্য এটা ঐতিহাসিক এক মুহূর্ত। বর্ণবাদের

বিরুদ্ধে সচেতনতা তৈরি করতেই আমরা এমন কাজ করতে যাচ্ছি। এই সিদ্ধান্ত মোটেও হালকাভাবে নেওয়া হয়নি। শুধু গায়ের রঙের কারণে কেউ বিচার পাবে, কেউ পাবে না এটা হতে পারে না। আমরা চাই সমতা। যতদিন পর্যন্ত সমতা না আসছে ততদিন পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না।’

ফুটবলেও খেলোয়াড়দের জার্সির হাতায় এই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা ছিল প্রথমদিকে। তা ছাড়া ফুটবলে বর্ণবাদের ঘটনা অহরহই ঘটছে। তাই ফুটবলে এমন উদ্যোগ নেওয়া খুবই স্বাভাবিক। কিন্তু ক্রিকেটেও শুরু হচ্ছে! তা ছাড়া ক্রিকেটও বর্ণবাদমুক্ত নয়। যদিও এতদিন ভাবা হতো ক্রিকেট ‘ভদ্রলোকের খেলা’, এখানে আবার বর্ণবাদ হয় নাকি! কিন্তু জর্জ ফ্লয়েডের ঘটনার পর প্রথমবারের মতো বর্ণবাদের বিষয়টি সামনে নিয়ে আসেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। তিনিই প্রথম জানান, ক্রিকেটও বর্ণবাদমুক্ত নয়। কিন্তু এখানে কেউ মুখ খোলে না।

তবে এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি জানান, ভারতীয় প্রিমিয়ার লিগে সতীর্থদের অনেকে তাকে ‘কালু’ বলে ডাকতেন। এরপর বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। আর এবার তাই ক্যারিবীয় দলই প্রথম আন্দোলন শুরু করতে যাচ্ছে জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো লাগানো জার্সি পরে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে। কিন্তু ক্যারিবীয়রা এখন রয়েছেন ম্যানচেস্টারে। সেখানে একটি জীবাণুমুক্ত হোটেলে রাখা হয়েছে। তবে কয়েকদিন আগে ক্যারিবীয় কোচ ফিল সিমন্স হোটেলের বাইরে গিয়েছিলেন। ম্যানচেস্টার শহরেই তার শ্বশুরের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যদিও ইংল্যান্ডে এখন করোনার প্রকোপ নেই বললেই চলে। তারপরও সতর্কতার অংশ হিসেবে উইন্ডিজ কোচকে আইসোলেশনে রাখা হয়েছিল। তাকে দুই দফা টেস্টও করানো হয়েছে। তবে ক্যারিবীয়দের জন্য সুখের খবর হচ্ছে- দুবার সিমন্সের টেস্টের ফল নেগেটিভ এসেছে।

ক্যারিবীয় দলের মুখপাত্র জানিয়েছেন, ‘সিমন্সের বিষয়টি বেশ সতর্কতার সঙ্গেই দেখা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দলের মেডিকেল টিম মিলেই কাজটি করেছেন।’

সিমন্সকে দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার জন্য আরও কিছুটা আনুষ্ঠানিকতা পালন করতে হবে। বাড়তি সতর্কতার জন্য আজ আরেকবার সিমন্সের টেস্ট করানো হবে বলে জানানো হয়েছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ন্যূনতম ঝুঁকিও নিতে চাচ্ছে না। সে কারণে পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছার পরই তাদের আবারও নতুন করে করোনা টেস্ট করানো হয়েছে। তারা তো আগেই জানিয়ে দিয়েছে, করোনা পজিটিভ হওয়া কেউ ইংল্যান্ড সফরে যেতে পারবে না। পাকিস্তানও তাদের দেশে রেখে বাকিদের ইংল্যান্ডে পাঠিয়েছে। বাবর আজমরা নিউ রোডে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

করোনাভাইরাস বদলে দিয়েছে বাস্তবতা। তারপরও ক্রিকেটামোদীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ক্রিকেটের ফেরার অপেক্ষায়। তবে ক্রিকেট ফেরার বিষয়টির চেয়েও যেন বেশি আলোচনা হচ্ছে, ক্রিকেটাররা কীভাবে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তা নিয়ে।

সর্বশেষ খবর