মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

আর্চারকে ভয় ইউনিসের

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন ইউনিস খান। ইংল্যান্ডের মাটিতে দল যেন কোনো সমস্যায় না পড়ে সেজন্য ব্যাটসম্যানদের প্রস্তুত করেছেন। নতুন ব্যাটিং কোচের বিশ^াস, পাকিস্তানের ব্যাটসম্যানরা ইংল্যান্ডের মাটিতে ভালোই করবে। তবে ভয়ও আছে ইউনিসের মনে। ইংল্যান্ডের পেস বোলার জোফরা আর্চারকে হুমকি হিসেবে মনে করছেন তিনি। ইউনিস বলেন, ‘আর্চার সত্যিকারের এক ম্যাচ উইনার এবং আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি। তার স্নায়ু খুবই শক্ত। আমি দেখেছি বিশ^কাপের ফাইনাল ম্যাচে সুপার ওভারে কী চমৎকার বোলিং করেছেন। তার বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করা খুবই কঠিন কাজ।’ গতকালই ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে পাকিস্তান দল। ২০১৬ সালে ইউনিসের দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যই ইংল্যান্ডের মাটিতে সিরিজ ২-২ ড্র করেছিল পাকিস্তান। ওভালে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। হয়তো সে কারণেই এ সফরে ইউনিসকে ব্যাটিং কোচ করে পাঠাচ্ছে। তবে আর্চারকে ভয়ঙ্কর বোলার হলেও তার বিরুদ্ধে কিভাবে সফল হতে হবে সেই টোটকাও শিষ্যদের দিয়েছেন তিনি। ইউনিস বলেন, ‘আমি জানি, এই সিরিজে আর্চারের ওপর প্রত্যাশা থাকবে অনেক বেশি। যা তাকে বাড়তি চাপে ফেলে দেবে। আমি আমার ব্যাটসম্যানদের শিখিয়ে দিয়েছি, শরীরের ওপর আসা বল কিভাবে ব্যাকফুটে গিয়ে খেলতে হবে। তার সুইং খুবই ভয়ঙ্কর- সেটাও সবাইকে বলেছি।’ তবে আর্চারের পাশাপাশি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে সামলানোর টোটকাও শিখিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর