শিরোনাম
বুধবার, ১ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সিরিজ। তিন ম্যাচের সিরিজটি হওয়ার কথা ছিল আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এই সিরিজটি স্থগিত হওয়ায় হতাশ হয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি, ‘জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজটি না হওয়ার খবরটি আমার কাছে খুবই হতাশার। এই সিদ্ধান্তটি নেওয়া অনেক কঠিন ছিল। এর সঙ্গে ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সমর্থক সবার বিষয় জড়িত।’

তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজটি না হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আশাবাদী অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। এই সফরের জন্য প্রস্তুতিও নিচ্ছে অসি ক্রিকেটাররা। ফিঞ্চ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি জানি, না খেলে থাকাটা কতো কঠিন! তবে ইংল্যান্ডে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। এরপর কি হয় দেখা যাক। পরিস্থিতিই বলবে কি হতে যাচ্ছে।’

এই করোনা মহামারীর মধ্যেও ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দল এখন ইংল্যান্ড। তাই সফরটি নিয়ে বেশ আশাবাদী হচ্ছেন অসি ক্রিকেটাররা।

 

সর্বশেষ খবর