বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

আরও ১৫ দিন অপেক্ষা করবে বিসিবি

‘ক্রিকেটকে মাঠে ফেরাতে বিসিবি এবং ক্রিকেটাররা পুরোপুরি প্রস্তুত। এখন শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা। এজন্য আমরা আরও ১৫ দিন অপেক্ষা করব।’

ক্রীড়া প্রতিবেদক

দুনিয়াব্যাপী কমছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। বিপরীত চিত্র বাংলাদেশে। দিন দিন সংক্রমণের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বাংলাদেশে কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৮৮৮। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, পরিষ্কার করে বলতে পারছে কেউ। তাই ক্রিকেটারদের অনুশীলনের বিষয়ে কোনো সিদ্ধান্তও নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলনের পরিকল্পনা করেছে বিসিবি। গতকাল বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ১৫ দিন পর ক্রিকেটারদের অনুশীলন শুরু হতে পারে। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপও ২০ ওভারের অনুষ্ঠিত হবে এবং আসর শুরুর সম্ভাব্য তারিখ ৪ অক্টোবর।

১৭ মার্চ সর্বশেষ ক্রিকেট খেলেছিল ক্রিকেটাররা। এরপর টানা বন্ধ। যদিও ক্রিকেটাররা মাঝে ব্যক্তিগতভাবে অনুশীলনের জন্য অনুমতি চেয়েছিল। অনুরোধ করেছিল প্রিমিয়ার লিগ শুরুর। বিসিবি প্রাথমিকভাবে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছিল। কিন্তু প্রিমিয়ার ক্রিকেট শুরুতে অনীহা ছিল ক্রিকেট বোর্ডের। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনও বাতিল করে শেষ পর্যন্ত। তবে ক্রিকেটকে মাঠে ফেরাতে পুরোপুরি প্রস্তুত বিসিবি। অনুশীলনের জন্য প্রস্তুত ক্রিকেটাররাও। এখন শুধু ব্যাট ও বলের টাইমিংয়ের অপেক্ষা। করোনা পরিস্থিতি এখনকার চেয়ে স্বাভাবিক হলেই ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে জানান আকরাম, ‘ক্রিকেটকে মাঠে ফেরাতে বিসিবি এবং ক্রিকেটাররা পুরোপুরি প্রস্তুত। এখন শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা। এজন্য আমরা আরও ১৫ দিন অপেক্ষা করব। তবে এটা ঠিক, বিসিবির কাছে সবার আগে ক্রিকেটারদের সুস্থতা।’

ঈদের পর একবার অনুশীলন শুরু করতে চেয়েছিল বিসিবি। কিন্তু পরিবেশ ও পরিস্থিতির জন্য পিছু হটে। তার উপর মিরপুর স্টেডিয়াম পড়েছে রেড জোনে। তাই ক্রিকেটারদের অনুশীলনের বড় বাধা এখন রেড জোন। অবশ্য মিরপুর স্টেডিয়াম মিরপুর রেড জোনে পড়লেও পরিবেশ এখনকার চেয়ে স্বাভাবিক হলে বিশেষ ব্যবস্থায় ক্রিকেটারদের অনুশীলনের আয়োজনের পরিকল্পনা এঁকে রেখেছে বিসিবি। করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক হলেও অনুশীলনে নেমেছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

সর্বশেষ খবর