বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ক্রীড়া ডেস্ক

সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ রয়েছে বিস্তর। অভিযোগগুলো প্রমাণিতও হয়েছে। এরফলে নিষিদ্ধ হয়েছেন অনেক ক্রিকেটার। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ‘পাতানো’ বলে অভিযোগ করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। ১৮ জুন তার অভিযোগের পরপরই তোলপাড় ক্রিকেট বিশ্ব। মুম্বাইয়ের বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে ১৭ রানে হেরেছিল শ্রীলঙ্কা। ক্রীড়া মন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কলম্বো পুলিশ। দেশটির সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ২০১১ সালে নির্বাচক প্যানেলের প্রধান ছিলেন। ফাইনালে শ্রীলঙ্কা খেলেছিল একাদশে চারটি পরিবর্তন নিয়ে। সেমিফাইনালের জয়ী দলের একাদশের চার পরিবর্তন সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। অবশ্য ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে সাবেক ক্রীড়ামন্ত্রী ব্যাপক সমালোচিত হন। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে সমালোচনা করেন তার।

সর্বশেষ খবর