বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে ম্যানইউ!

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে ম্যানইউ!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমে লিগে ৬ নম্বরে অবস্থান করায় এই মৌসুমে ইউরোপা লিগে খেলেছে তারা। তবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ তৈরি করছে রেড ডেভিলরা। গত মঙ্গলবার ম্যানইউ ৩-০ গোলে হারিয়েছে ব্রাইটনকে। দলের পক্ষে ব্রুনো ফার্নান্দেজ দুটি এবং ম্যাসন গ্রিনউড একটি গোল করেছেন। এই জয়ে ৩১ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে অবস্থান করছে ম্যানইউ। দুই নম্বরে থাকা ম্যানসিটি সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না নিষেধাজ্ঞা থাকায়। এ কারণে পঞ্চমে থাকা দল চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে। সে হিসেবেই ম্যানইউর সামনে সুযোগ আসছে। তবে হাতে থাকা সামনের ছয় ম্যাচেও বিজয়ী হতে হবে রেড ডেভিলদের। তবেই চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত হবে তাদের। আগামী মৌসুমে ইউরোপের শীর্ষ টুর্নামেন্টে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গী হতে পারে লিস্টার সিটি (৫৫ পয়েন্ট) এবং চেলসিও (৫৪ পয়েন্ট)।

সর্বশেষ খবর