শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা
টুর্নামেন্ট স্থগিত

হতাশ গলফের রানী

ক্রীড়া ডেস্ক

হতাশ গলফের রানী

যুক্তরাষ্ট্রে ব্যস্ত হয়ে সময় কাটাচ্ছেন পুরুষ গলফাররা। একের পর এক পিজিএ টুর্নামেন্টের আসর অনুষ্ঠিত হচ্ছে। এক টুর্নামেন্ট শেষ হতে না হতেই শুরু হচ্ছে আরেক টুর্নামেন্ট। তবে মেয়েদের গলফ-এলপিজিএ এখনো চালু হয়নি। সামনের মাসে কানাডায় একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসে সীমান্ত জটিলতার কারণে সেটিও গতকাল স্থগিত করা হয়েছে। এমন খবর হতাশ হয়েছেন সেরা নারী গলফার দক্ষিণ কোরিয়ার সি-ইয়ং কিম। এই টুর্নামেন্ট দিয়েই ফিরতে চেয়েছিলেন গলফের রানী। কিন্তু তাকে আরও অপেক্ষা করতে হবে এখন। টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়ে কানাডা গলফের প্রধান নির্বাহী লরেন্স অ্যাপলবাম বলেছেন, ‘সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা টুর্নামেন্টটি স্থগিত করেছি। আমরা চাইনি এই অবস্থায় আয়োজন করে টুর্নামেন্টের স্ট্যান্ডার্ড কমে যাক। জানি, এমন একটি প্রেস্টিজিয়াস টুর্নামেন্টটা বন্ধ হওয়ায় অনেকেই হতাশ।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর