শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইংল্যান্ডে ইউনিসের ক্লাসে ব্যস্ত আজহাররা

পাকিস্তান-নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ শুরু আজ

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডে ইউনিসের ক্লাসে ব্যস্ত আজহাররা

করোনাভাইরাসে ক্রিকেট বন্ধ হওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছে পাকিস্তান। এপ্রিলে আরও একটি টেস্ট খেলার কথাও ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে গেছে বাংলাদেশের পাকিস্তান সফর। এরপর ঘরবন্দী হয়ে পড়েন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু ইংল্যান্ডে ক্রিকেট খেলার পরিবেশ তৈরি হয়েছে বলে পাকিস্তান এখন সেখানে। সফরে তিন টেস্ট ও সমসংখ্যক টি-২০ ম্যাচ খেলবেন বাবর আজম, আজহার আলীরা। সিরিজের প্রথম টেস্ট ৩০ জুলাই লর্ডসে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার আগে পাকিস্তান আজ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে। টিউলিপের দেশের বিপক্ষে আজ, ৭ ও ৯ জুলাই তিনটি ওয়ানডে খেলবে। পাকিস্তান এখন ইউরোপ সফর করছে নতুন করে সাজানো কোচিং স্টাফ নিয়ে। দলের হেড কোচ মিসবাহ উল হক। ব্যাটিং কোচ ইউনুস খান, স্পিন কোচ মুস্তাক আহমেদ এবং বোলিং কোচ ওয়াকার ইউনুস। ২০১৭ সালে ক্যারিয়ার শেষ করে ইউনুস এবারই প্রথম পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরু। আজ পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। আমস্টাভিনে ওয়ানডে তিনটি খেলবে দুই দল। ইংল্যান্ড সফরের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে স্কোয়াড ঘোষণা করেছিল, ১০ জনের করোনাভাইরাস পজিটিভ ছিল।

সর্বশেষ খবর