শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

তদন্ত বন্ধ করেছে লঙ্কান পুলিশ

ক্রীড়া ডেস্ক

২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ছেড়ে দেওয়া হয়েছে- শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগের এমন অভিযোগের পর তুলকালাম পড়ে যায় ক্রিকেট বিশ্বে। তদন্তে নেমে পড়ে শ্রীলঙ্কান পুলিশ। পুলিশ প্রায় ৬ ঘণ্টা জেরা করে দেশটির সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ২০১১ বিশ্বকাপে দ্বীপরাষ্ট্রটির ক্রিকেট দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে। এরপর জেরা করেন উদ্বোধনী ব্যাটসম্যান উপল থারাঙ্গা, সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনকে। তবে তদন্তে ফাইনাল ম্যাচ ছেড়ে দেওয়ার কোনো প্রমাণ পায়নি পুলিশ। তাই তদন্তের সমাপ্তির ঘোষণা দিয়েছে।

তদন্ত বন্ধ করার বিষয়ে তদন্ত বিভাগের প্রধান পুলিশ সুপার জগৎ ফনসেকা বলেন, ‘ক্রিকেটারদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট।

সর্বশেষ খবর