সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

জার্মান কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক

জার্মান কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

জার্মান বুন্দেসলিগার শিরোপা আগেই জয় করেছিল বায়ার্ন মিউনিখ। এবার ঘরে তুলল জার্মান কাপের শিরোপাও। শনিবার জার্মান কাপের ফাইনালে বায়ার লেভারকুজেনকে ৪-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এ জয়ে দারুণ দুটি গোল করেছেন বায়ার্নের পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি। এছাড়াও একটি করে গোল করেছেন ডেভিড আলাবা ও সার্গি জিন্যাবরি। লেভারকুজেনের পক্ষে একটি করে গোল করেন এসভেন বেনডার এবং কাই হ্যাভার্টজ। এই নিয়ে ২০ বার জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। এই কাপে চ্যাম্পিয়ন হওয়ার দিক দিয়ে বায়ার্ন মিউনিখের পর আছে ওয়ের্ডার ব্রেমেন। তারা জার্মান কাপ জয় করেছে ৬ বার। বায়ার্ন মিউনিখের সামনে এবার ট্রেবল জয়ের দারুণ সুযোগ অপেক্ষা করছে। ঘরোয়া ডাবল হয়ে গেছে এরই মধ্যে (লিগ ও কাপ)। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই ট্রেবল জয় করা হবে ব্যভারিয়ানদের। দলের অধিনায়ক ম্যানুয়েল নিউয়ার তো বলেই দিলেন, ট্রেবল জয়ের জন্য ক্ষুধা নিয়ে অপেক্ষায় আছে বায়ার্ন মিউনিখ। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ যুগে বায়ার্ন মিউনিখ ট্রেবল জয় করেছে ২০১২-১৩ মৌসুমে। এছাড়াও ট্রেবল জয় করেছে ম্যানইউ (১৯৯৮-৯৯), বার্সেলোনা (২০০৮-০৯ ও ২০১৪-১৫) এবং ইন্টার মিলান (২০০৯-১০)। চ্যাম্পিয়ন্স লিগ যুগের আগে ট্রেবল (লিগ, কাপ ও ইউরোপিয়ান কাপ শিরোপা) জয় করেছে স্কটিশ ক্লাব সেলটিক (১৯৬৬-৬৭), ডাচ ক্লাব আয়াক্স (১৯৭১-৭২) এবং  পিএসভি এইনঢোভেন (১৯৮৭-৮৮)।

সর্বশেষ খবর