সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

জুভেন্টাসে রোনালদোর প্রথম

ক্রীড়া প্রতিবেদক

জুভেন্টাসে রোনালদোর প্রথম

শনিবার ছিল ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইগি বুফনের রেকর্ড গড়ার রাত। সিরি এ লিগে ৬৪৮ ম্যাচ খেলে রেকর্ড গড়েছেন বুফন। পাওলো মালদিনির (৬৪৭ ম্যাচ) রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। অবশ্য বুফনের রাতটা নিজের করে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসের জার্সিতে ফ্রি কিক থেকে প্রথম এমন গোল করলেন তিনি। দুই বছর ধরে জুভেন্টাসের জার্সিতে খেলছেন রোনালদো। কিন্তু ফ্রি কিকে গোল পাচ্ছিলেন না। অবশেষে ৪৩তম ফ্রি কিক নিতে গিয়ে গোল করলেন রোনালদো। সবমিলিয়ে ফ্রি কিক থেকে রোনালদোর গোল সংখ্যা হলো ৪৬টি। এর মধ্যে রিয়াল মাদ্রিদের জার্সিতেই তিনি করেছেন ৩২টি ফ্রি কিক গোল। ম্যানইউর জার্সিতে করেছেন ১৩টি ফ্রি কিক গোল। রোনালদোর এমন গোলের ম্যাচে জুভেন্টাস ৪-১ গোলে হারিয়েছে শহুরে প্রতিপক্ষ তুরিনোকে। রোনালদো ছাড়াও ম্যাচটিতে জুভেন্টাসের পক্ষে গোল করেছেন দিবালা ও কুয়াডরাডো। তুরিনোর জিডজি একটি আত্মঘাতী গোল করে জুভেন্টাসের জয়ের ব্যবধান বাড়ান। রোনালদো আরও একটি দারুণ রেকর্ড করেন জুভেন্টাসের জার্সিতে। ১৯৬১ সালের পর প্রথম জুভেন্টাস প্লেয়ার হিসেবে এক মৌসুমে সিরি এ লিগে ২৫ গোল করেছেন। ১৯৬০-৬১ মৌসুমে জুভেন্টাসের জার্সিতে ২৫ গোল করেছিলেন আর্জেন্টিনার ওমার সিভোরি। এদিকে সিরি এ লিগে এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরেছে লেজিও। এর ফলে লিগে ৭ পয়েন্টে এগিয়ে গেছে জুভেন্টাস। জুভেন্টাসের সংগ্রহ ৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে লেজিও ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।

সর্বশেষ খবর