সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

ফুটবলারদের আইসোলেশন ক্যাম্প বিকেএসপিতে

ক্রীড়া প্রতিবেদক

শিডিউল ঠিক থাকলে অক্টোবরে মাঠে গড়াবে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগের খেলা। কাতারের ম্যাচ দোহায় হলেও ভারত, আফগানিস্তান ও ওমানের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র করে জামাল ভূঁইয়ারা ১ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে। প্রথম পর্বে কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় সেই ছন্দ থাকবে কিনা সংশয় রয়েছে। বাফুফের ব্যবস্থাপনা কমিটি ঘোষণা দিয়েছে আগস্ট থেকেই ৪৫ জন ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হবে। দুই সপ্তাহ আইসোলেশনে রেখে সবার করোনা পরীক্ষা করা হবে। প্রশ্ন উঠেছে ফুটবলাররা আইসোলেশনে থাকবে কোথায়? এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘আমরা বাফুফে ভবন, ফাস্ট হোটেল, গাজীপুর সারাহ রির্সোট ও বিকেএসপির নাম বাছাই করেছি। এখন ব্যবস্থাপনা কমিটিই বাছাই করে ভেন্যু চূড়ান্ত করবে। জানা গেছে নিরিবিলি পরিবেশের জন্য ফুটবলারদের পছন্দ বিকেএসপি। রুম থেকে বের হয়েই অনুশীলনে নামা যায়। জিমেরও ব্যবস্থা রয়েছে। তাই বিকেএসপিতেই আইসোলেশনের ক্যাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচ জেমি ডের সঙ্গে আলাপ করেই ব্যবস্থাপনা কমিটি ভেন্যু চূড়ান্ত করবে। নতুন চুক্তিতে আগামী মাস থেকে দায়িত্ব পালন করবেন জেমি। তাই আগস্টে তিনি ঢাকা আসছেন। জেমি ও অন্য কোচিং স্টাফরা আসার পর তাদেরও করোনা পরীক্ষা করা হবে। থাকতে হবে আইসোলেশনে।

সর্বশেষ খবর