সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

তদন্ত বন্ধের অভিযোগ

গত ১৮ জুন ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দনান্দা আলুথগামাগে। তার অভিযোগের পর তদন্ত করেছিল শ্রীলঙ্কান পুলিশ। দেশটির পুলিশ ৬ ঘণ্টা জেরা করে অরবিন্দ ডি সিলভাকে, ১০ ঘণ্টা কুমার সাঙ্গাকারাকে। এছাড়া, মাহেলা জয়বর্ধন ও উপুল থারাঙ্গাকেও জেরা করে। কোনো প্রমাণ পায়নি বলে শেষ পর্যন্ত তদন্ত স্থগিত করে দেশটির পুলিশ। তদন্ত বন্ধ করে দেওয়ায় ক্ষেপেছেন সাবেক ক্রীড়ামন্ত্রী। তিনি এবার নতুন করে অভিযোগ করেছেন। বলেছেন, টাকা দিয়ে তদন্ত বন্ধ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর