মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা
সাফ চ্যাম্পিয়নশিপ

বাড়তি সময়কে সুযোগ মানছেন রানা

ক্রীড়া প্রতিবেদক

বাড়তি সময়কে সুযোগ মানছেন রানা

আশরাফুল ইসলাম রানা। বাংলাদেশের গোলবারের সামনে অতন্দ্র প্রহরী। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাওয়ায় খুশিই হয়েছেন। চলতি বছরেই ঢাকার মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আসরটি এক বছরের জন্য পিছিয়ে গেছে। নিজেদের মাটিতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্ট নিয়ে দারুণ আশাবাদী ফুটবলাররা। জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বলেন, ‘কভিড-১৯ এর কারণে ২০২০ সালের পরিবর্তে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ২০২১ সালে। এ টুর্নামেন্ট এবার হোম ভেন্যুতে হওয়ায় আমাদের ভালো সুযোগ রয়েছে। আমি মনে করি, আমাদের প্রস্তুতির ঘাটতি কাটিয়ে উঠতে এই বাড়তি সময়টাকে অনেক বেশি কাজে লাগাতে পারব।’

সর্বশেষ ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। সেবার গ্রুপ পর্বের বাধা পাড়ি দিতে পারেননি জামাল ভূঁইয়ারা। দীর্ঘদিন ধরেই সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করতে পারছে না লাল-সবুজের জার্সিধারীরা। গত আসরে গ্রুপ পর্বে ভালো খেলেও সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি তারা। এবার নিজেদের মাটিতে সাফে ভালো করতে বদ্ধ পরিকর আশরাফুল ইসলাম রানারা।

সর্বশেষ খবর