শিরোনাম
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

এশিয়া কাপ বাতিলের কথা জানালেন গাঙ্গুলী

এবারের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি। আসর বাতিলের ঘোষণা দেবে আইসিসি

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপ বাতিলের কথা জানালেন গাঙ্গুলী

করোনাভাইরাসের ভয়কে পাশ কাটিয়ে ক্রিকেট ফিরেছে মাঠে। সাউদাম্পটনে টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ এখনো সংশয়াচ্ছন্ন। আসর নিয়ে সন্দিহান দলগুলো। তবে টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। যদিও দলগুলো নিশ্চিত হয়েই গেছে, এবারের টি-২০ বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে হচ্ছে না। তার ওপর অস্ট্রেলিয়ান সরকার নতুন করে লকডাউন বাড়িয়েছে মেলবোর্নে। টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ যখন এমন সংশয়াচ্ছন্ন, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী দেশটির জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজারে সাক্ষাৎকারে জানিয়েছেন, এবারের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি। আসর বাতিলের ঘোষণা দেবে আইসিসি। টি-২০ এশিয়া কাপ শুরুর সম্ভাব্য তারিখ ছিল ৪ অক্টোবর। মঙ্গলবার ভারতের সাবেক অধিনায়কের ৪৮তম জন্মদিন ছিল।

এ উপলক্ষে আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এ বারে আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে।’ এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ বাতিল হলেই আইপিএল অয়োজন করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি মাসেই ক্রিকেটারদের অনুশীলনের পরিকল্পনা করেছে।

সর্বশেষ খবর