বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ

ঢাকার পর ফিফার স্বীকৃতি ভেন্যু সিলেট

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ফুটবল ভেন্যুর স্বীকৃতি পাচ্ছে সিলেট। প্রেসিডেন্ট গোল্ডকাপ ও প্রীতি ম্যাচ হলেও এ জেলা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। সে স্বপ্ন পূরণ হতে চলেছে। ইতিহাসের সাক্ষী হওয়া সিলেটবাসীর এখন সময়ের ব্যাপার। আগেই শিডিউল ছিল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বিতীয় লেগের ম্যাচটি সিলেট জেলা স্টেডিয়ামে হবে। ২৬ মার্চ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ফিফা বাছাইপর্ব স্থগিত ঘোষণা করে। অক্টোবরে বাংলাদেশের ফুটবল মাঠে ফিরছে। তা আবার আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম লেগের খেলা শেষ হয়ে গেছে। বাংলাদেশ শুধু কাতারের বিপক্ষে ঘরের মাঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লড়েছিল। তাজিকিস্তান, আফগানিস্তান, কলকাতায় ভারত ও আম্মানে ওমানের বিপক্ষে লড়েন জামালরা। আগের ফিকশ্চারে বিশ্বকাপ বাছাইপর্বে সিলেটে আফগানিস্তানের বিপক্ষেই ম্যাচটি হওয়ার কথা ছিল। ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামেই নির্ধারিত ছিল। এখন ভারত ও ওমানের বিরুদ্ধেও ম্যাচটি সিলেটে হবে।

সর্বশেষ খবর