বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

দুই গোলে পিছিয়ে পড়েও মিলানের দুরন্ত জয়

এসি মিলান ৪ - ২ জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক

পিছিয়ে থেকেও জয়ের বহু ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি করল এসি মিলান। দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচ জয়ের অসাধারণ এক গল্প লিখলেন ইব্রাহিমোভিচরা। সিরি এ-তে এসি মিলানের শিরোপা জয়ের স্বপ্ন ধুলিস্মাৎ হয়েছে বহু আগে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও খেলা হবে না দলটির। তারপরও করোনা পরবর্তীকালে সিরি এ-তে দারুণ ফুটবল খেলছে দলটি। টানা দুই ম্যাচে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দুই ক্লাব ল্যাজিও ও জুভেন্টাসকে। পরশু রাতে সান সিরোতে দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য ফুটবল খেলে ৪-২ গোলে ম্যাচ জেতার গল্প লিখেছে এসি মিলান। ২০১৬ সালের পর এই প্রথম জুভদের বিপক্ষে জিতল মিলান। হারলেও অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৭৫। দুইয়ে থাকা ল্যাজিওর পয়েন্ট ৬৮। তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৬৪, চারে আটলান্টার পয়েন্ট ৬৩। দুই দলই একটি করে ম্যাচ কম খেলেছে। অসাধারণ একটি জয়ের পর এসি মিলানের পয়েন্ট ৩১ ম্যাচে ৪৯।

দুদল এর আগে আরও তিনবার মুখোমুখি হয়েছিল। জয়ের পাল্লা হেলেছিল রোনালদোদের দিকেই। পরশু রাতেও ফেবারিট হয়ে খেলছিল জুভরা। ম্যাচে এগিয়েও ছিল সফরকারীরা। তবে জুভেন্টাস নেমেছিল পাওলো দিবালাকে ছাড়া। আর্জেন্টাইন স্ট্রাইকার নিষিদ্ধ থাকায় একাদশে সুযোগ পান তারই স্বদেশি গঞ্জালো হিগুইন। জয়ের জন্য মরিয়া হয়ে খেললেও রোনালদোরা গোলের দেখা পাননি। প্রথমার্ধ শেষ গোলশূন্য। প্রথমার্ধ গোল খরার থাকার পর দ্বিতীয়ার্ধে গোল হয় ৬টি। ম্যাচের ৪৭ মিনিটে দুর্দান্ত শটে জুভেন্টাসকে এগিয়ে নেন আদ্রিয়া রাবি। ৫৩ মিনিট ব্যবধান ২-০ করেন সিরি এ’র তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। জুয়ান কুয়াদরাদোর ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হয় মিলানের রক্ষণভাগ। সেই সুযোগটাকে কাজে লাগান রোনালদো। চলতি সিরি এ-তে এটা পর্তুগিজ উইঙ্গারের ২৬ নম্বর গোল। ব্যবধান ২-০ হওয়ার পর মনে হচ্ছিল জুভেন্টাস আরও বড় ব্যবধানে জয় পাবে। কিন্তু ৬২ মিনিটে পেনাল্টিতে ব্যবধান ১-২ করে মিলান। ভিএআরের সাহায্যে পেনাল্টি পেয়ে গোল করেন জøাটান ইব্রাহিমোভিচ। এই গোলেই বদলে যায় এসি মিলান। ৬৬ মিনিটে সমতা আনে দলটি। ব্যবধান ২-২ করেন ফ্রাঙ্ক কেসি। ৭৪ মিনিটে অবিশ্বাস্য দক্ষতায় গোল করে ৩-২ ব্যবধানে এসি মিলানকে এগিয়ে নেন পর্তুগিজ স্ট্রাইকার রাফায়েল লিয়াও। ৮০ মিনিটে ম্যাচের শেষ গোলটি করে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে এসি মিলান।

সর্বশেষ খবর