শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

শুটিং আরচারি দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশের খেলা!

ক্রীড়া প্রতিবেদক

দেশের ক্রীড়াঙ্গনে স্থবিরতা চলছে প্রায় চার মাস ধরে। করোনাভাইরাসের প্রকোপে বন্ধ হয়ে আছে সব ধরনের খেলাধুলা।

কিন্তু ঘরে বসে থাকতে থাকতে ক্লান্ত খেলোয়াড়রা মাঠে ফিরতে মরিয়া।

নারী ফুটবলাররা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছেন। অনুশীলনে নেমেছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমও। এবার সুখবর শোনালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শিগগিরই আনুষ্ঠানিকভাবে অনুশীলনে নামতে যাচ্ছেন শুটিং ও আরচারি খেলোয়াড়রা। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রাথমিকভাবে শুটিং ও আরচারিকে মাঠে নামাতে চাই। কারণ, তাদের অলিম্পিক গেমস আছে। তা ছাড়া দুটি খেলাই শারীরিক সংস্পর্শ এড়িয়ে খেলা সম্ভব।’ অবশ্য স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ফুটবল ফেডারেশন জাতীয় দলের ফুটবলারদের নিয়ে বিকেএসপিতে ট্রেনিং ক্যাম্প করতে যাচ্ছে আগস্টে। অক্টোবরেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে তাদের। সব মিলিয়ে ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের স্থবিরতার অবসান হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতির ভয় কাটিয়ে শিগগিরই হয়ত মাঠে ফিরবে খেলাধুলা।

সর্বশেষ খবর