শিরোনাম
শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

সুযোগ না পেয়ে হতাশ-ক্ষুব্ধ ব্রড

‘ম্যাচ শুরুর আগের রাতে স্টোকস আমাকে বলল ম্যাচে আমি খেলছি না। কারণ অতিরিক্ত পেসের কথা চিন্তা করেই নাকি আমাকে বসিয়ে রাখা হচ্ছে।’

ক্রীড়া ডেস্ক

সুযোগ না পেয়ে হতাশ-ক্ষুব্ধ ব্রড

ইংল্যান্ডের দলের পেস আক্রমণ বিভাগে স্টুয়ার্ট ব্রড ছিলেন ‘অটোমেটিক চয়েজ’। সব শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকায় তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের ১৩ সদস্যের দলেও ছিলেন। কিন্তু একাদশে জায়গা হয়নি। দরে সুযোগ না পেয়ে হতাশ এবং ক্ষুব্ধ এই তারকা ইংলিশ পেসার। দলের প্রধান পেসার হিসেবেই নিজেকে টেস্ট দলে দেখেন ব্রড। জেমস অ্যান্ডারসনের সঙ্গে তার ওপেনিং জুটিটা দারুণ। সেখানে কিনা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার পেসার নিয়ে খেলতে নেমেছে ইংল্যান্ড কিন্তু ব্রড নেই। পেস আক্রমণে অ্যান্ডারসনের সঙ্গে আছেন জোফরা আর্চার ও তরুণ মার্ক উড। এ ছাড়া অধিনায়ক স্টোকস নিজেও পেস অলরাউন্ডার।

দীর্ঘ দিন লকডাউনের পর প্রথম মাঠে গড়িয়েছে ক্রিকেট। স্মরণীয় এই টেস্টের জন্য নিজেকে বেশ ভালোভাবেই প্রস্তুত রাখছিলেন ব্রড। কঠোর অনুশীলনও করছেন। কিন্তু ম্যাচের আগের রাতে শুনতে পান একাদশে তার জায়গা হচ্ছে না। ব্রড বলেন, ‘ম্যাচ শুরুর আগের রাতে স্টোকস আমাকে বলল ম্যাচে আমি খেলছি না। কারণ অতিরিক্ত পেসের কথা চিন্তা করেই নাকি আমাকে বসিয়ে রাখা হচ্ছে।’ টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত ক্ষোভ প্রকাশ করে ব্রড জানান, ‘আমি খুবই হতাশ। আমি খুবই ক্ষুব্ধ।’

ইংল্যান্ড সব শেষ সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। চার ম্যাচের ইংলিশরা ৩-১ ব্যবধানে জয়ের পেছনে বড় অবদান ছিল ব্রডের। তিনি ১৪ উইকেট নিয়েছিলেন। টেস্টে সব মিলে ব্রডের উইকেট সংখ্যা ৪৮৫। দুর্দান্ত ফর্মে থাকার পরও দল থেকে বাদ পড়ার বিষয়টি মানতে পারছেন না এই ইংলিশ পেসার। তিনি কথা বলেছেন নির্বাচক ইডি স্মিথের সঙ্গে। সে প্রসঙ্গে ব্রড বলেন, ‘আমি খুব ইতিবাচকভাবে জানতে চেয়েছিলাম, আমার ভবিষ্যৎ কি?’

ইংল্যান্ড ৭ সপ্তাহের মধ্যে ৬টি টেস্ট খেলবে। ক্যারিবীয়দের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজের পর পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচ আছে।

তবে ক্ষুব্ধ হলেও পরের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন নটিংহ্যামশায়ারের এই পেসার। ব্রড বলেন, ‘আমার বিশ্বাস, পরের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে আমি একাদশেই থাকব।’

সর্বশেষ খবর