বুধবার, ১৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

পয়েন্ট হারিয়ে বিপদে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

পয়েন্ট হারিয়ে বিপদে ম্যানইউ

ম্যানচেস্টার সিটির উপর থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে কঠিন চ্যালেঞ্জই দেখা দিয়েছে। সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকতে হবে তাদেরকে। সুযোগও পেয়েছিল রেড ডেভিলরা। চার নম্বরে থাকা লিস্টার সিটি বোর্নমাউথের কাছে হেরে যাওয়ায় তাদের স্থানটা দখল করতে পারতো ম্যানইউ। কিন্তু সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে সাউদ্যাম্পটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানইউ। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা কঠিনই হয়ে যাবে রেড ডেভিলদের।

পয়েন্ট তালিকায় ম্যানইউ ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিস্টার সিটি আছে চার নম্বরে। সামনের তিন ম্যাচে লিস্টার সিটি জিতলে ম্যানইউর জন্য চার নম্বরে যাওয়া কঠিনই হবে। অবশ্য গোল ব্যবধান বাড়াতে পারলে কাক্সিক্ষত স্থান দখলে নিতে পারবে সোলকারের শিষ্যরা। ম্যানইউ কোচ তেমনটাই আশা করেন। তিনি ম্যাচের পর মিডিয়াকে বলেছেন, ‘আমরা আজ (সোমবার) এক কঠিন শিক্ষা পেয়েছি। তবে আমরা এটা ঠিক করে নিব। নিজের প্লেয়ারদের ওপর আমার আস্থা আছে।

সর্বশেষ খবর