শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

আর্চার খুবই নির্বোধের মতো কাজ করেছে

মাইক আথার্টন, সাবেক অধিনায়ক, ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

আর্চার খুবই নির্বোধের মতো কাজ করেছে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে গতকাল খেলতে নেমেছে ইংল্যান্ড। কিন্তু তাদের প্রধান বোলারকে একাদশের বাইরে রেখেছে। করোনা প্রতিরোধের নিয়ম ভাঙার দায়ে একাদশে নেওয়া হয়নি আর্চারকে। দলের এই কঠিন সময়ে আর্চারের এমন কান্ডে বিরক্ত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথার্টন। তিনি বলেন, ‘আর্চার খুবই নির্বোধের মতো কাজ করেছে। তার এই কাজের জন্য পুরো দলই এখন ভুক্তভোগী। দলের পরিকল্পনাকেই যে ভেস্তে দিয়েছে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে ইংল্যান্ডকে জিততেই হবে। আর এমন সময়েই কিনা এই কাজ করল আর্চার।’

প্রত্যেক ক্রিকেটারকে করোনা প্রতিরোধ বিষয়টি কঠোরভাবে পালন করার জন্য সরকার থেকে নির্দেশনা রয়েছে। এমন সময়ে কেন যে আর্চার এমন একটি ভুল করলেন তা বুঝতে পারছেন না ৫২ বছর বয়সী আথার্টন। তিনি বলেন, ‘এই নিরাপত্তা ব্যবস্থা তো নিজেদের ভালোর জন্যই। করোনা প্রতিরোধের এমন ব্যবস্থা দেখেই তো সরকার খেলা চালানোর অনুমতি দিয়েছে। এই আইন কোনো ক্রিকেটার চাইলেই ভাঙতে পারেন না। সত্যিই সে খুবই বোকা। অবশ্য এজন্য বিনয়ের সঙ্গে ক্ষমাও চেয়েছেন। তাই আমি মনে করি, এই বিষয়টি এখানেই শেষ হয়ে যাবে। আর্চার আবার ভালোভাবেই ইংল্যান্ড দলে ফিরবে।’

সর্বশেষ খবর