শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

লিভারপুলকে হারের তিক্ত স্বাদ দিল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

লিভারপুলকে হারের তিক্ত স্বাদ দিল আর্সেনাল

তিন দশক পর শিরোপা জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসকে রঙিন করেছে লিভারপুল। নতুন আরও একটি রেকর্ডের হাতছানি ছিল মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ইয়ুর্গেন ক্লপদের। ইতিহাস লিখতে পেছনে ফেলতে হতো গত দুই আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির গড়া রেকর্ডকে। দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ও একমাত্র দল হিসেবে ১০০ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়ে ম্যানসিটি। এবার সেটা ভাঙার সুবর্ণ সুযোগ ছিল অল রেডদের। কিন্তু পরশু রাতে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে আর রেকর্ড গড়া হচ্ছে না ক্লপের দলের। চ্যাম্পিয়ন লিভারপুলের পয়েন্ট এখন ৩৬ ম্যাচে ৯৩। শেষ দুই ম্যাচ জিতলে পয়েন্ট হবে ৯৯! তাই অক্ষতই রয়ে গেল ম্যানসিটির ১০০ পয়েন্টের রেকর্ডটি।  নতুন রেকর্ড গড়তে পরশু রাতে এমিরেটস স্টেডিয়ামে হারাতেই হতো লিভারপুলের। কিন্তু গোলরক্ষক অ্যালিসন ও বিশ্বসেরা ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ভুলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক আর্সেনাল। যদিও বুধবারের ম্যাচটিতে এগিয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন লিভারপুল। চ্যাম্পিয়নদের এগিয়ে দিয়েছিলেন সাদিও মানে। কিন্তু এগিয়ে থাকা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি লিভারপুল। আলেকসঁদ লাকাজেত ও নেলসনের গোলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে আর্সেনাল ৩৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ৯ নম্বরে। লিগের প্রথম ধাপে অ্যানফিল্ডে ৩-১ গোলে জিতেছিল লিভারপুল।  দিনের অন্য ম্যাচে ২-১ গোলে জিতেছে ম্যানসিটি, নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম।

সর্বশেষ খবর