শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

জেমির টার্গেট ৪ পয়েন্ট

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলের আইসোলেশন ক্যাম্প হবে গাজীপুর সারাহ্ রিসোর্টে। গত বছর এখানেই বাফুফের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। গতকালই সভা করে ভেন্যু চূড়ান্ত করেছে দলের ব্যবস্থাপনা কমিটি। এই প্রথম কোনো রিসোর্টে ফুটবলারদের ক্যাম্প হচ্ছে। এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান করোনাভাইরাসে নিরিবিলি পরিবেশে ফুটবলাররা অনুশীলন করতে চান। তাদের কথা গুরুত্ব দিয়ে সারাহ্ রিসোর্টকে বেছে নেওয়া হয়েছে।

সভায় ভিডিওতে যোগ দেন কোচ জেমি ডে। তিনি শিষ্যদের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘ওরা প্রথম লেগে সত্যিই ভালো খেলেছে। এখন আমার টার্গেট চার ম্যাচে কমপক্ষে ৪ পয়েন্ট সংগ্রহ করা। দীর্ঘ সময়ে ফুটবলাররা মাঠে ছিলেন না। তাই ফিটনেসটা খুবই জরুরি। হোয়াটশ আপের মাধ্যমে আমি তাদের ফিটনেস ট্রেনিং পর্যবেক্ষণ করব। ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তান, ১২ ও ১৭ নভেম্বর ঘরের মাটিতে ভারত ও ওমানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ভেন্যু চূড়ান্ত না হলেও দুটি ম্যাচই সিলেটে হওয়ার সম্ভাবনা বেশি। ১৩ অক্টোবর দোহায় কাতারে বিপক্ষে লড়বে বাংলাদেশ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর