শনিবার, ১৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

সিদ্ধান্তটা খুবই ভালো যদি মাঠ ঠিক থাকে

শফিকুল ইসলাম মানিক, কোচ, ধানমন্ডি ক্লাব

ক্রীড়া প্রতিবেদক

সিদ্ধান্তটা খুবই ভালো যদি মাঠ ঠিক থাকে

আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় দলের ফুটবলাররা গাজীপুরের একটি রিসোর্টে ট্রেনিং ক্যাম্পে অংশ নেবেন। ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়ে কথা বললেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক। তিনি বলেন, ‘সবার আগে আমাদের ফুটবলারদের নিরাপত্তার দিকটা দেখতে হবে। তাদের আইসোলেশনে রাখতে হবে। এদিক থেকে রিসোর্টের মতো একটা স্থানে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প করাটা ভালো হবে বলেই মনে করছি। অবশ্য সেখানে ভালো ফুটবল মাঠ থাকতে হবে। আমি যত দূর শুনেছি, গাজীপুরের ওই রিসোর্টে জিমনেশিয়াম আর সুইমিংপুল আছে। সিদ্ধান্তটা খুবই ভালো, যদি মাঠ ঠিক থাকে।’ দীর্ঘদিন পর অনুশীলনে নামবেন ফুটবলাররা। বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে নামার আগে প্রস্তুতির জন্য সময়টা কী যথেষ্ট? এমন এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মানিক বলেন, ‘১৪ দিন আইসোলেশনে থাকবেন ফুটবলাররা। এ সময় নিশ্চয়ই প্রত্যেককে আলাদাভাবে ট্রেনিং শিডিউল দেওয়া হবে। এরপর সম্মিলিতভাবে অনুশীলনের জন্যও মোটামুটি দেড় মাস সময় পাবে তারা। প্রস্তুতি নেওয়ার জন্য এটাকে আমি যথেষ্ট সময় মনে করি। কারণ, পুরনো টিম, পুরনো কোচ। আগে থেকেই নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালো।’ অবশ্য বেশি করে প্রস্তুতি ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

সর্বশেষ খবর