শনিবার, ১৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

জামালদের অনুশীলন ক্যাম্প হবে যেখানে...

সারাহ রিসোট, গাজীপুর

ক্রীড়া প্রতিবেদক

জামালদের অনুশীলন ক্যাম্প হবে যেখানে...

ক্রিকেট কবে মাঠে ফিরবে এখনো বলা কঠিন। কিছু কিছু ক্রীড়া ইভেন্ট অনলাইনে আয়োজনের ব্যবস্থা হচ্ছে। যেমন দাবা, ভারোত্তলন। তবে সবার আগে মাঠে ফিরছে ফুটবল। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকেই সব খেলা বন্ধ। আগস্টের প্রথম সপ্তাহে ফুটবলাররা অনুশীলন শুরু করবেন। বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি নিতে ঢাকার প্রাণকেন্দ্র থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত এক রিসোর্টে অনুষ্ঠিত হবে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প। মূলত করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে বেছে নেওয়া হয়েছে এ রিসোর্টকে। ফুটবলারদের আগমনের আর মাত্র ২০ দিন বাকি। কতটা প্রস্তুত সারাহ রিসোর্ট? গতকাল এ রিসোর্টের মামুন নামের এক কর্মকর্তা বলেন, ‘ফুটবলারদের অনুশীলন ক্যাম্প আয়োজনে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে মাঠে এখনো কিছু কাজ বাকি আছে। সেটা একদিনেও শেষ করা সম্ভব। আর জিমনেশিয়ামে হয়ত কিছু বাড়তি সরঞ্জামাদি যুক্ত করতে হবে। এছাড়া আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।’ বিশাল এলাকাজুড়ে অবস্থিত এ রিসোর্টে ফুটবল মাঠ, জিমনেশিয়াম ছাড়াও আছে সুইমিংপুল। বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি নিতে ফুটবলারদের কোনো সমস্যা হবে না বলেই দাবি করছে রিসোর্টটি।

সর্বশেষ খবর