রবিবার, ১৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

‘শুরুর দিকে সাফল্যের ক্ষুধা ছিল বেশি’

টাইগার উডসের বিমর্ষ ফেরা

ক্রীড়া ডেস্ক

‘শুরুর দিকে সাফল্যের ক্ষুধা ছিল বেশি’

‘গলফে সেই ভালো করে যে সারাক্ষণ লড়াই করার মানসিকতা পোষণ করে। যদিও আমি তেমন ভালো করতে পারিনি, তার মানে তো আর এই নয় যে ভালো করতে পারব না।’

 

কোর্সে গলফ ফিরেছে বেশ আগেই। কিন্তু গলফ কিংবদন্তি টাইগার উডস সময় নিচ্ছিলেন। অবশেষে ফিরলেন ওয়াইহোর মেমোরিয়াল টুর্নামেন্টে। মার্কিন গলফারের ফেরা খুবই বিমর্ষ।

তবে টাইগার উডসের ভক্তদের জন্য সুখবর হচ্ছে, করোনার পর ফিরে প্রথম টুর্নামেন্টেই কাট পেয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ৬৪তম হয়ে কাট পেয়েছেন।

উডস সব শেষ খেলেছেন ফেব্রুয়ারিতে। এরপর দীর্ঘসময় ঠিকমতো অনুশীলনও করতে পারেননি। মেরোরিয়াল টুর্নামেন্টে কোর্সে নামার আগে কয়েকদিন মাত্র অনুশীলন করেছেন। তবে শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। প্রথম রাউন্ডে তিনি ১ আন্ডার পার খেলেছিলেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডে বেশ কিছু বগি করে ফেলেন। সে কারণে ওই রাউন্ডে পারের চেয়ে ৫ শট বেশি খেলেছিলেন। তারপরও মেমোরিয়াল টুর্নামেন্টে কাট পাওয়া ৭৪ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন।

 পিজিএ ট্যুরে রেকর্ড ৮২টি শিরোপা জয়ী এই কিংবদন্তি বলেন, ‘গলফে সেই ভালো করে যে সারাক্ষণ লড়াই করার মানসিকতা পোষণ করে। যদিও আমি তেমন ভালো করতে পারিনি, তার মানে তো আর এই নয় যে ভালো করতে পারব না। যেকোনো সময় অনেক ভালো করতে পারি। তবে এটুকু বলতে পারি, এখন আমাকে অনেক বেশি সংগ্রাম করতে হচ্ছে।’

টাইগার উডসের বয়স এখন ৪৪। মার্কিন এই গলফার জানালেন এখন পারফরম্যান্সে ভাটা পড়ার এটিই বড় কারণ। উডস বলেন, ‘বয়স সব সময় একটা ফেক্টর হয়ে দাঁড়ায়। ক্যারিয়ারের শুরুর দিকে সাফল্যের ক্ষুধা ছিল অনেক বেশি। তখন খেলতামও দুর্দান্ত। যত ভালো করতাম, মনে হতো আরও ভালো করতে হবে, আরও! এখন চেষ্টা করছি টিকে থাকার।’

 

সর্বশেষ খবর