সোমবার, ২০ জুলাই, ২০২০ ০০:০০ টা
ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট চতুর্থ দিন

ফলোঅন এড়াল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

প্রথমদিন এক ঘণ্টা খেলা হয়নি বৃষ্টিতে। কিন্তু যতটুকু সময় খেলা হয়েছিল, তাতে বড় স্কোরের ভীত গড়ে নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিন বৃষ্টির দেখা মিলেনি ম্যানচেস্টারে। তাতেই ডন সিবলি ও বেন স্টোকসের জোড়া সেঞ্চুরিতে স্কোর বোর্ডে বড় রান লিখে নেয় স্বাগতিকরা। ৯ উইকেটে ৪৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। স্টোকস ক্যারিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি তুলে সাজঘরে ফিরেন ব্যক্তিগত ১৭৬ রানে। সিবলি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে আউট হন ১২০ রানে। জোড়া সেঞ্চুরিতে বড় স্কোর গড়ে স্বাগতিকরা। জবাবে ৩২ রান তুলে দিন পার করে সফরকারী ক্যারিবীয়রা ওপেনার ক্যাম্পবেলের উইকেট হারিয়ে। তৃতীয়দিন খেলা হয়নি বৃষ্টিতে।

গতকাল চতুর্থদিন ব্যাটিং করতে নেমে লাঞ্চের আগে হারায় আলঝারি জোশেপকে। ১২৩ রানে তৃতীয় উইকেটের পতনের পর জুটি বাঁধেন ক্রেইগ ব্রেথওয়েইট ও সামারাহ ব্রুকস। দুজনে যোগ করেন ৭৬ রান। ওপেনার ব্রেথওয়েইট সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৭৫ রানে স্টোকসকে রিটার্ন ক্যাচ দিয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৮৭। তারা ১৮২ রানে পেছনে রয়েছে। ইংল্যান্ড  প্রতিপক্ষকে ফলোঅনে ফেলতে না পারলেও চালকের আসনে তারাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর