মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

স্প্যানিশ রেহমের ইতিহাস

শিরোপা জিতে বিশ্ব গলফ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ রেহমের ইতিহাস

গতকাল শিরোপা নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাসে স্ত্রী জড়িয়ে ধরেন জন রেহম -এফপি

গলফের মর্যাদাপূর্ণ আসর পিজিএ ট্যুরে মেমোরিয়াল টুর্নামেন্টে শিরোপা জিতেছেন স্পেনের গলফার জন রেহম। ওয়াইহোতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রেহম চার রাউন্ড মিলে পারের চেয়ে ৯ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন। এই শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে গলফের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়েও এক নম্বরে উঠে গেছেন রেহম। ১৯৮৯ সালের পর এই প্রথম কোনো স্প্যানিশ গলফার বিশ্ব গলফ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল।

এমন সাফল্যে যেন আবেগে বাকরুদ্ধ হয়ে যান স্প্যানিশ তারকা। রেহম বলেন, ‘আমি বুঝতে পারছি না, এমন সাফল্যের পর কীভাবে তা ভাষায় ব্যাখ্যা করব। তবে এটা বলতেই হবে যে, এমন সাফল্যের জন্য আমাকে অনেক চড়াই-উৎরাই পেরুতে হয়েছে। অনেক সময় মনে হয়েছে, আমি বুঝি পারব না। কিন্তু তারপরও আমি অবিচল ছিলাম। সেই ১৩-১৪ বছরেই আমরা লক্ষ্য ঠিক করেছিলাম। যা এতদিন পর এসে বাস্তবে রূপ পেল।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর