বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

লন্ডন যাচ্ছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

লন্ডন যাচ্ছেন তামিম

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে চাইছেন তামিম ইকবাল। শনিবার লন্ডন যেতে তার প্রয়োজন কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট। সেখানে যাওয়ার পর সেখানকার নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ঢাকা ছাড়বেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি নিয়ে। লন্ডনে তিনি পেটের চিকিৎসা করাবেন। গত তিন মাস ধরে পেটের ব্যথা তাকে ভোগাচ্ছে। এ সময়ে টাইগার ওয়ানডে অধিনায়ক অবশ্য দেশে চিকিৎসা করিয়েছেন। বিভিন্ন প্যাথলজিক্যার টেস্ট করিয়েছেন। কিন্তু কোথাও কোনো সমস্যা ধরা পড়েনি। এজন্যই অনলাইনে লন্ডনের এক চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। এখন ওই ডাক্তারের পরামর্শেই লন্ডন যাচ্ছেন বলে জানান তামিম। তিনি বলেন, ‘তিন মাস আগে হঠাৎ একদিন পেটে প্রচ- ব্যথা অনুভব করি। তখন মনে হয়েছিল ফুড পয়জনিং। কিছুদিন পর ফের ব্যথা অনুভব করি। এরপর গত তিন সপ্তাহ ধরে ভয়ঙ্কর ব্যথা পাচ্ছি। এমনই ব্যথা সহ্য করার মতো নয়। এর মাঝে আমি দেশে বেশ কিছু পরীক্ষাও করেছি। কিন্তু কোথাও কোনো সমস্যা পায়নি। এরপর আমি লন্ডনে একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে যত দ্রুত সম্ভব লন্ডন যেতে বলেছেন।’ আমি চেয়েছিলাম সিঙ্গাপুর ও ব্যাংককে চিকিৎসা করাতে। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি আছে বলেই আমি লন্ডন যাচ্ছি।

তামিমকে লন্ডন যাওয়ার অনুমতি দেওয়া প্রসঙ্গে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সে খেলতে যাচ্ছে না। যাচ্ছে জরুরি চিকিৎসা নিতে। তাকে অবশ্য মেডিকেল পরীক্ষা দিতে হবে।’ শনিবার হয়তো কভিড-১৯ পরীক্ষার ফল হাতে পাবেন তামিম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর