শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

অ্যানফিল্ডে অল-রেডসের বর্ণিল রাত

ক্রীড়া ডেস্ক

অ্যানফিল্ডে অল-রেডসের বর্ণিল রাত

তিন দশক পর বহু আকাক্সিক্ষত শিরোপা জয়, বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠাই স্বাভাবিক। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য শিরোপা উৎসব স্টেডিয়ামে উদযাপন করতে পারেনি লিভারপুল সমর্থকরা। কভিড-১৯ সংক্রমণ এড়াতে দর্শকশূন্য গ্যালারিতে খেলতে হয়েছে দলগুলোকে। দর্শকশূন্য গ্যালারিতে উচ্ছ্বাসহীন পরিবেশে সাত ম্যাচ আগেই শিরোপা জয় করে ইয়ুর্গেন ক্লপ, ভার্জিল ভ্যান ডাইক, মোহাম্মদ সালাহ, সাদিও মানের লিভারপুল। চ্যাম্পিয়ন হলেও ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেনি এতদিন। পরশু রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের আরেক হেভিওয়েট দল চেলসির বিপক্ষে ৫-৩ গোলের রোমাঞ্চিত জয়ের পর বহু আকাক্সিক্ষত ট্রফি উঁচিয়ে উৎসব, উচ্ছ্বাসে মেতে উঠে লিভারপুল। অলরেডস ফুটবলাররা স্বপ্নের ট্রফি গ্রহণ করেন দলের কিংবদন্তির ফুটবলার ও সাবেক কোচ কেনি ডালগ্লিসের হাত থেকে। ট্রফি পেয়ে ফুটবলাররা যেমন আনন্দে মেতেছেন, তেমনই ঘরে থাকার সব অনুরোধ উপেক্ষা করে বাইরে বেরিয়ে শিরোপা জয়ের উৎসবে শামিল হন লিভারপুলের সমর্থকেরা। শক্তিশালী চেলসির বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন লিভারপুলের পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৬। দলটির সামনে হাতছানি ছিল ম্যানচেস্টার সিটির ১০০ পয়েন্ট টপকে নতুন রেকর্ড গড়ার। কিন্তু পারেনি আগের ম্যাচে আর্সেনালের কাছে হেরে যাওয়ায়। শেষ ম্যাচে জিতলে ক্লপ বাহিনীর পয়েন্ট হবে ৯৯। যা ক্লাব ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট। বিপরীতে হেরে কিছুটা বিপাকে পড়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের লা ব্লুজরা। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দলটিকে পয়েন্ট টেবিলের চার দলের একটি হতে হবে। চারে থাকা চেলসির পয়েন্ট ৩৭ ম্যাচে ৬৩।

সর্বশেষ খবর