শিরোনাম
শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা
তৃতীয় টেস্টের ইংল্যান্ড দল

আর্চারকে একাদশে চান অ্যান্ডারসন

জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

ক্রীড়া ডেস্ক

আর্চারকে একাদশে চান অ্যান্ডারসন

‘বায়ো-সিকিউর বাবল’ প্রটোকল ভাঙায় ইংলিশ পেসার জোফরা আর্চার দ্বিতীয় টেস্টে বাদ পড়েন। এ কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ‘মানসিক বিপর্যস্ত’ হওয়ার কথা জানিয়ে পত্রিকার কলামেও লিখেছেন।

ইংল্যান্ড দলের সিনিয়র পেসার জেমস অ্যান্ডারসন মনে করেন, এমন পরিস্থিতির পর কোচ ও অধিনায়কের উচিত আর্চারের সঙ্গে কথা বলা। শুধু তাই নয়, ওল্ড ট্র্যাফোর্ডে আজ থেকে শুরু হওয়া টেস্টের একাদশে আর্চারকে দেখতে চান অ্যান্ডারসন, ‘আমি নিশ্চিত এই ম্যাচে আর্চার খেলতেই চান। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। সিরিজ নির্ধারণী ম্যাচে আর্চারকে খুবই দরকার।’

পত্রিকায় নিজের কলামে আর্চার লিখেছিলেন, ‘আমি যখন খেলতে নামি, নিজেকে শতভাগ উজাড় করে দেই। ১০০ ভাগ উজাড় করে দিয়ে খেলার নিশ্চয়তা দিতে না পারলে খেলতে চাই না।’

বার্বাডোজে জন্ম নেওয়া এই বোলার বলেন, ‘আমি ৯০ মাইল গতিতে বল করতে না পারলেই নিউজ হয়। আবার লম্বা সময় ধরে ৯০ মাইল গতিতে বল করতে না পারলেও নিউজ।’

তবে তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন আর্চার। গতকাল রাতেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আর্চার সম্পর্কে নির্বাচক ইডি স্মিথ বলেছেন, ‘তিনি সম্পূর্ণ ফিট এবং খেলার জন্য প্রস্তুত।’

সর্বশেষ খবর