শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইন্টারের ড্র-তে সুবিধা রোনালদোদের

ক্রীড়া ডেস্ক

ইন্টারের ড্র-তে সুবিধা রোনালদোদের

খেলা বাকি চারটি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল আটলান্টা থেকে এগিয়ে ৬ পয়েন্ট। অবশিষ্ট চার ম্যাচের যে কোনো একটি জিতলেই টানা নবমবারের মতো শিরোপা উৎসবে মেতে উঠবে জুভেন্টাস। সব মিলিয়ে স্কুডেট্টো জিতবে ৩৬ বার। অবশ্য গত রাতেই শিরোপা উৎসব করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো, পাওলো দিবালারা।

এজন্য হারাতে হবে পয়েন্ট টেবিলের শেষে সারির দল উদিনিজকে। অবশ্য তুরিনকে এই সুবিধাটুকু করে দিয়েছে ফিওরেন্টিনা। পয়েন্ট টেবিলের তিন নম্বর দল ইন্টারকে গোলশূন্য আটকে দিয়েছে ১১ নম্বরে থাকা ফিওরেন্টিনা। ড্রয়ে ইন্টারের পয়েন্ট ৩৫ ম্যাচে ৭৩। দুইয়ে থাকা আটলান্টার পয়েন্ট সমান ম্যাচে ৭৪। এক ম্যাচ কম খেলে জুভেন্টাসের পয়েন্ট ৮০। উদিনিজকে হারালে রোনালদোদের পয়েন্ট ৮৩। তখন আটলান্টার সঙ্গে পয়েন্টের ব্যবধান হবে ৯। ফিওরেন্টিার বিপক্ষে জিততে না পারলেও কন্টের দল ইন্টার মিলানের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত। চার নম্বর দল ল্যাজিওর সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪ এবং পাঁচে থাকা রোমার চেয়ে এগিয়ে ১২ পয়েন্ট। পরশু রাতে পারমা ২-১ গোলে হারিয়েছে নেপোলিকে। এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠেছে পারমা। রেলিগেশন এড়াতে লড়াইরত লেচ্চে ৩-১ গোলে হারিয়েছে ইতিমধ্যে রেলিগেটেড দল ব্রেসিয়াকে। ঘরের মাঠে সাম্পাদোরিয়া ১-২ গালে হেরেছে পয়েন্ট টেবিলের ১৭ নম্বর দল জেনোয়ার কাছে। পয়েন্ট টেবিলের সবার তলানির দল স্পালকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ৬১ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা রোমা।

 

সর্বশেষ খবর