শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

মেসিভক্ত সাকিবের ব্যক্তিত্ব রোনালদোর মতো

‘মেসি আমার প্রিয়। তিনি মাঠে সব সময়ই নিজেকে মেলে ধরতে চেষ্টা করেন। এটা আমার কাছে ভালো লাগে। রোনালদোর ব্যক্তিত্বের সঙ্গে আমার মিল রয়েছে।’

ক্রীড়া ডেস্ক

মেসিভক্ত সাকিবের ব্যক্তিত্ব রোনালদোর মতো

সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার সব আলো নিজের দিকে টেনে নেন পারফরম্যান্স কিংবা দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে। তিনি সব সময়ই স্পষ্টভাষী। যে কোনো বিষয়েই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাৎক্ষণিক। উত্তরগুলো বরাবরই স্পষ্ট। স্পষ্টভাষী বলেই বিতর্ক সব সময় লেগে আছে তার সঙ্গে।

বিশ্বসেরা অলরাউন্ডারের এসব গুণাগুণের মিল খুঁজে পাওয়া যায় বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর মাঝে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর নতুন আয়োজন ক্রিকেট বাজি সিরিজে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীপ দাস গুপ্তকে নিজের ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কথা বলেছেন সাকিব। আলোচনায় স্পষ্ট করে জানিয়েছেন, চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তার সঙ্গে রোনালদোর মিল রয়েছে। কিন্তু প্রেরণা খুঁজে পান লিওনেল মেসির কাছ থেকে। বাজিকরদের সঙ্গে আলাপচারিতা গোপন করার অভিযোগে তিনি সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ। নিষেধাজ্ঞা চলছে ৯ মাস। এখন তিনি পুরোপুরি সময় কাটাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিসনে পরিবারের সঙ্গে। শোয়ে স্বীকার করেছেন, তিনি ভুল করেছেন। এই ভুল থেকে অন্যরা যেন শিক্ষা নেন। তার নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ অক্টোবর। ক্রিকেট মাঠে ফেরার আগে টাইগারদের সাবেক অধিনায়ক অনুশীলনে ফিরবেন আগামী মাসে।

ল্যাটিন ফুটবলের সমর্থক সাকিব। বহুবার তিনি জানিয়েছেন, তার প্রিয় ফুটবলার মেসি। মাঠে নিজেকে মেলে ধরেন বলেই মেসি থেকে প্রেরণা পান বলেন দ্বীপ দাস গুপ্তকে, ‘মেসি মাঠে সব সময়ই নিজেকে মেলে ধরতে চেষ্টা করেন। এটা আমার কাছে ভালো লাগে। সেজন্যই সে আমার প্রিয়। তার কাছ থেকে প্রেরণা খুঁজে পাই। তবে কথা কম বলেন বলে মাঠের বাইরে তাকে অনুসরণ করি না। ইদানীং অবশ্য কথা বলছেন। অন্যদিকে রোনালদো সবসময়ই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রোনালদোর ব্যক্তিত্বের সঙ্গে আমার মিল রয়েছে। মেসি আমার প্রিয় হলেও রোনালদোকেও পছন্দ করি। ৩৫ বছর বয়সে তিনি যেভাবে পারফরম্যান্স করছেন, এক কথা সেটা অসাধারণ।’

নিষেধাজ্ঞা শেষে সাকিব মাঠে ফিরবেন অক্টোবরে। তার আগে নিজেকে ফিট করতে সময় পাবেন তিন মাস। সেজন্যই আগামী মাস থেকে অনুশীলনে নামার পরিকল্পনা করেছেন মেডিসনে পরিবারের সঙ্গে থাকা সাবেক টাইগার অধিনায়ক, ‘আগামী মাসে অনুশীলনে ফেরার কথা। তিন মাস সময় পাব নিজেকে প্রস্তুত করতে। আমি মনে করি, এই তিন মাসই যথেষ্ট।’

সর্বশেষ খবর