শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

‘বদলে গেছে বাংলাদেশের ফুটবল’

ফিফা ডট কমকে জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক

‘বদলে গেছে বাংলাদেশের ফুটবল’

বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের জেমি ডে ২০১৮ সালের মে মাস থেকে। নতুন করে আরও দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন কদিন আগে। পুনরায় চুক্তিবদ্ধ হওয়ার পর নিজের নানা পরিকল্পনা নিয়ে মিডিয়াতে কথা বলেছেন তিনি। এবার ফিফা ডট কম বাংলাদেশের ইংলিশ কোচকে নিয়ে বিস্তারিত এক প্রতিবেদন ছেপেছে।

ফিফার সঙ্গে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে জেমি ডে বলেন, ‘আমরা জানতাম, এই গ্রুপে আমরা আন্ডারডগ এবং গ্রুপের অন্য দলগুলো ফিফা র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক ওপরে থাকবে। গত চার ম্যাচে আমরা খুবই ভালো খেলেছি এবং আরও বেশি পয়েন্ট পেতে পারতাম। চারটি ম্যাচেই আমাদের পারফরম্যান্স ভালো ছিল, কিন্তু ওমানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে গোল খাওয়াটা ছিল খুবই হতাশার।’

বাছাইপর্বে গত চার ম্যাচে ভারতের সঙ্গে ১-১ ড্র থেকে একমাত্র পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। হেরেছে আফগানিস্তান, ওমান ও কাতারের কাছে ।

জেমি ডে মনে করেন, ২০১৮ সালের তুলনায় বর্তমানে বাংলাদেশের ফুটবল বদলেছে। তবে আরও অনেক কিছুতে উন্নতি প্রয়োজন বলে মনে করেন তিনি। জেমি ডে বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশে ফুটবল খুবই জনপ্রিয়। কিন্তু অবকাঠামো, ফান্ডিং, পৃষ্ঠপোষকতার দিক থেকে ক্রিকেট অনেক বেশি উন্নত। এখানকার ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।’

তাছাড়া তৃণমূল ফুটবল থেকে শুরু করে ঘরোয়া লিগে খেলা পেশাদার ক্লাবগুলোরও অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন জেমি ডে।

সর্বশেষ খবর